প্লার্টফর্ম এবং ওভারব্রীজ না থাকায় সমস্যায় নিত্যযাত্রীরা

HnExpress নিজস্ব প্রতিনিধি, দক্ষিন দিনাজপুর ঃ দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহর মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রধান কেন্দ্রস্থল। সেই বুনিয়াদপুর শহরের দীর্ঘদিন ধরে দুটি বিষয় নিয়ে দাবি করে আসছেন এলাকার বাসিন্দা থেকে শুরু করে রেল যাত্রীরা। প্রসঙ্গত, বুনিয়াদপুর স্টেশনে দ্বিতীয় কোন প্ল্যাটফর্ম না থাকায় সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা, তা দীর্ঘদিন ধরেই চলে আসছে।

স্টেশনে নেই কোন ওভারব্রীজ, বাসিন্দা সহ যাত্রীদের অভিযোগ রেলের দুই নম্বর লাইনে শুরু হয় প্রধান ভোগান্তি, প্লার্টফর্ম না থাকায় যাতায়াত করতে হয় রেললাইনের উপর দিয়ে। তাই স্থানীয় বাসিন্দাদের দাবি উঁচু ট্রেনে ওঠানামা করতে সমস্যায় পড়েন সকলে, অনেক সময় পা পিছলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। বালুরঘাট থেকে হাওড়াগামী এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের সোমবার ও মঙ্গলবার বুনিয়াদপুর হয়ে যাতায়াত করে। সেই সময় বালুরঘাট গামী তেভাগা এক্সপ্রেসও এসে পৌঁছায়, ফলে তেভাগাকে দুই নাম্বার লাইনে দাঁড়াতে হয়, এদিকে দুই নম্বর লাইনে কোন প্লার্টফর্ম না থাকায় অনেক কষ্টে ট্রেনে চড়তে হয় জীবনের ঝুঁকি নিয়ে। অসুস্থ বৃদ্ধ বৃদ্ধাদের ট্রেনে উঠতে হয় বিপদের ঝুঁকি নিয়েও। এতে যে কোন সময় বড় দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেই বিষয়ে গঙ্গারামপুর রেল উন্নয়ন কমিটির সম্পাদক অজয় দাস বলেন আমরা প্রতিটি স্টেশনে প্রায় দুটি করে প্লার্টফর্ম তৈরির দাবি জানিয়েছি যাতে দুই নম্বর লাইনে ট্রেন এলে যাত্রীদের যাতে কোন সমস্যা না হয়, আর বুনিয়াদপুর স্টেশনে তৈরি করতে হবে ওভারব্রীজ।

নিত্যযাত্রী তথা এলাকাবাসীদের অভিযোগ, এর ফলে বাচ্চাদের সবচেয়ে নিয়ে বেশি সমস্যায় পড়তে হয়। স্থানীয় বাসিন্দা অভিজিৎ সরকার জানান বুক সমান উঁচু ট্রেনে উঠতে গিয়ে খুব সমস্যা হয়, এইতো কিছুদিন আগে এই তেভাগা এক্সপ্রেসে আমার এক আত্মীয় বালুরঘাট যাবেন বলে দুইনাম্বার প্ল্যাটফর্ম থেকে প্রায় বুক সমান উঁচু ট্রেনে আমার সেই আত্মীয় উঠতে পারছিলেন না, শেষে বাধ্য হয়ে রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনে উঠতে হয়েছে তাঁকে। এই নিয়ে দাবি উঠেছে অবিলম্বে স্টেশনে দ্বিতীয় একটি প্ল্যাটফর্ম ও ওভার ব্রিজ তৈরি করা হোক, তবে স্টেশন কর্তৃপক্ষও এদুটি গুরুত্বপূর্ন সমস্যা সমাধান এর আশ্বাস দিয়েছেন বলে সুত্রের খবর।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: