প্রয়োজনে সরাসরি ফোন করুন আমাকে ঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়

HnExpress অর্নব দেবনাথ, ডায়মন্ড হারবার : আগামী লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত দিলেন বর্তমান সাংসদ অভিষেক ব্যানার্জি। শুক্রবার ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজের ফুটবল মাঠ থেকে স্থানীয় পুরসভা এলাকার বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে অভিষেকের বক্তব্যে বারবার তা ধরা পড়ল। সভায় ছিলেন স্থানীয় বিধায়ক দীপক হালদার, সভাধিপতি শামিমা শেখ–সহ জনপ্রতিনিধিরা।

এদিনের সভা থেকে অভিষেক বলেন, ‘২০১৪ সালে এই আসন থেকে লড়াই করার সময় মানুষের সমস্যা দেখেছি। ৫ বছর ধরে তা সমাধান করার চেষ্টা করেছি। কথা দিয়ে যাচ্ছি, আগামী দিনে একইভাবে আপনাদের কোনও কাজের প্রয়োজন হলে সরাসরি আমাকে ফোন করবেন। মাঝখানে কারও রাখার প্রয়োজন নেই। কেন্দ্রের মোদি সরকারের তথ্য অনুযায়ীই সারা দেশের মধ্যে কাজে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রই প্রথম স্থানে রয়েছে।’‌ এদিন স্থানীয় কপাটহাট থেকে রাজারতালুক পর্যন্ত উন্নত ফুটপাথের শিলান্যাস করে অভিষেক বলেন, ‘এই কাজ আগামী পুজোর মধ্যে শেষ হবে। স্থানীয় জলপ্রকল্পে নোনা জলের সমস্যা সমাধানে নতুন যন্ত্র বসানো হবে। এখানে একটি বৃদ্ধাশ্রম গড়ে তুলবে পুরসভা।’‌

এদিন তিনি চড়িয়াল খালের সংস্কার থেকে ডায়মন্ড হারবারের সৌন্দর্যায়নের কথাও তুলে ধরেন। এদিকে, এদিন বিকেলে বিষ্ণুপুরের আমতলায় একটি আধুনিক বাস টার্মিনাস ও পানীয় জলের প্রকল্পের শিলান্যাস করেন অভিষেক। সেখানে তিনি মানুষকে লোকসভা নির্বাচনে দেশে ধর্মনিরপেক্ষ সরকার গড়ার শপথ নেওয়ার ডাক দেন। বিষ্ণুপুরের অনুষ্ঠানে সাংসদের সঙ্গে ছিলেন জেলাশাসক ওয়াই রত্নাকর রাও, জেলা পরিষদের সভাধিপতি শামিমা শেখ প্রমুখ।‌

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: