প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল “আতঙ্কের ছয় অধ্যায়” – ছবির শুটিং এর শুভারম্ভ
HnExpress ইন্দ্রাণী সেনগুপ্ত, কলকাতা : সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল নির্দেশক অরিন্দম গোস্বামীর নির্দেশিত গ্যালম ফিল্মস প্রডাকশন নিবেদিত এবং সঞ্জু ভট্টাচার্য প্রযোজিত বাংলা ছবি “আতঙ্কের ছয় অধ্যায়” শুটিং এর শুভ মহরৎ।
একে অপরের প্রতি অটুট বিশ্বাস ও অফুরন্ত ভালবাসা তাঁর সবচেয়ে প্রিয় মানুষটিকে শুধুই শারীরিক বা মানসিক সুস্থতাই নয়, প্রয়োজনে যমের বাড়ি থেকেও ফিরিয়ে আনতে পারে। এমনই এক দৃঢ় বিশ্বস্ত বন্ধুত্ব ও অফুরন্ত ভালবাসার টানে বাঁধা পরেছিল ঋষি ও প্রিয়া। অজয়, অক্ষয়, দীপ, অর্জুন, ঋষি ও প্রিয়া, এই ৬ জনই হল ৬টি ঋতুর মতন। প্রত্যেকে প্রত্যেকের থেকে একদম আলাদা, কিন্তু এক অদ্ভুত, অনবদ্য বন্ধুত্বের ভালবাসায় আবদ্ধ। একে তরুণ বয়স, তাতে আবার অ্যাডভেঞ্চার প্রিয়। একদিন এই ভয়ডর হীন ছয় বন্ধুর জমাটি আড্ডার নেশা তাদের এক গা ছমছম করা, অজনা পশুপাখির ডাক মিশ্রিত এক অদ্ভুত জায়গায় নিয়ে গেল অদম্য অ্যাডভেঞ্চারের টানে। কিন্তু সেখানে গিয়ে আনন্দ করার বদলে একটি দুর্ঘটনায় অসুস্থ হয়ে পরল প্রিয়া। কোনো ডাক্তারেই কাজ না হওয়ায় তারা দারস্থ হল ফিজিওলজিষ্ট ডাঃ অগ্নিশ্বর রায়ের কাছে। কিন্তু তিনি বললেন, প্রিয়াকে বাঁচাতে গেলে ঋষিকে তার আপ্রাণ ভালাবাসা ও বাকিদের বন্ধুত্বের প্রমাণ স্বরূপ পরিক্ষা দিতে হবে। কিন্তু কি সেই পরিক্ষা? ঋষি ও বাকিরা কি পারবে প্রিয়াকে এই মারণ রোগ থেকে বাঁচাতে? নাকি তারাই কোনো ভয়ানক ষড়যন্ত্রের জালে জড়িয়ে পরবে? এসব রোহমর্শক প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই অপেক্ষা করতে হবে এবং ছবির শুভ মুক্তির পর হলে গিয়ে দেখতেই হবে “আতঙ্কের ছয় অধ্যায়”। ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করছেন, টলিউড খ্যাতনামা তারকা বিশ্বজিৎ চক্রবর্তী, চন্দন সেন, অরুণ ব্যানার্জী, দেবরাজ মুখার্জী, দেবরাঞ্জন নাগ প্রমুখ। মুখ্য চরিত্রে রয়েছেন, প্রিতম প্রামাণিক, সহকারী তারকা অমিত দাস, নিলাকসি মাইতি। কাহিনী ও প্রযোজনায় রয়েছেন সঞ্জু ভট্টাচার্য, নির্দেশনায় অরিন্দম গোস্বামী, সহকারী নির্দেশক সৌরভ সাহা, আবহ সঙ্গীতে থাকছে পার্থ ব্যানার্জী প্রমুখ।