প্রার্থী মানস ভূঁইয়ার সমর্থনে এক দলীয় কর্মীসভা
HnExpress সমীর দাস, খড়্গপুর ঃ গতকাল বিকাল প্রায় চারটা থেকে অপেক্ষা করতে করতে সন্ধ্যা সাড়ে ছ’টায় শহর খড়্গপুরের ২৫ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কার্য্যালয়ের উপর তলায় দলিয় নেতা-কর্মীদের নিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের কার্য্যকরী সভাপতি নির্মল ঘোষ মহোদয়ের উদ্যোগে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সর্ব্বভারতীয় সভানেত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় এর মনোনীত প্রার্থী ডা. মানস ভূঁইয়া-এর সমর্থনে শুরু হয় এক কর্মীসভা।
এইদিনের এই দলিয় কর্মীসভায় উপস্থিত ছিলেন প্রার্থী ডা. মানস ভূঁইয়া, জেলা সভাপতি অজিত মাইতি, জেলা কার্য্যকরী সভাপতি নির্মল ঘোষ, জেলা চেয়ারম্যান দীনেন রায়, শহর সভাপতি রবি পান্ডে, জেলা সাধারণ সম্পাদক দেবাশীষ চৌধুরী, মুনমুন, জেলা যুব সভাপতি রমা গিরি, বিধায়ক গীতা ভুঁইয়া প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর চেয়ারম্যান প্রদীপ সরকার, ভাইস চেয়ারম্যান সেক হানিফ, কাউন্সিলর কল্যানীদি, জেলা নেতা শৈবাল গিরি, বিকাশ ভুঁইয়া সহ অন্যান্য নেতৃত্বরা।
ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতা, মহিলা, যুবনেতৃত্ব, টোটো ইউনিয়ন, শ্রমিক ইউনিয়নের কর্মীবৃন্দ, জেলা যুব সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাসচৌধুরী, ডা. তপন প্রধান, বিশিষ্ট সমাজসেবী ও নেতা দিলীপ সরখেল সহ প্রায় শ’তিনেক কর্মীও উপস্থিত ছিলেন এই সভায়।