September 9, 2024

প্রসূন ব্যানার্জীর সমর্থনে ‘রোড শো’ এর আয়োজন

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, হাওড়া ঃ আজ, শনিবার সকাল ৮ টা থেকে আন্দুলের বিভিন্ন স্থানে প্রসূন ব্যানার্জীর সমর্থনে রোড শো আয়োজন করা হয়েছিল। সাকরাইল ব্লক ও দক্ষিণ হাওড়া তৃণমূল যুব কংগ্রেসের কর্মীবৃন্দ এই এলাকার তৃণমূল কংগ্রেসের দু’বারের বিজয়ী প্রার্থী প্রসূন ব্যানার্জীকে সাথে নিয়ে এক বিশাল রোড শো করলেন।

মহিয়ারী রেল ব্রিজের সামনে থেকে শুরু করে আন্দুল রোড ধরে এই রোড শো চলে। দুইল্যা ও ঝোড়হাট এর প্রতিটি পাড়ায় পাড়ায় চলে তৃণমূল কংগ্রেসের প্রচার। এই রোড শো’টি শেষ হয় আন্দুল এর রাজ মাঠের কাছে। আজ এই রোড শো’তে উপস্থিত ছিলেন জয়ন্ত ঘোষ, তপন মিত্র, সরূপ শ্রীমানি, তুষার কান্তি ঘোষ, অচিন্ত দাস, রূপম হালদার, তপন পাল, প্রসেনজিৎ মিত্র, অরূপেষ ভট্টাচার্য, কল্যাণ ঘোষ, কাবেরী দাস, রূপালী দাস, রিতেন মন্ডল, শুক্লা দাস, কৃষ্ণ চন্দ্র প্রমুখ।

Advertisements

Leave a Reply