সাংসদ সৌগত রায়ের উদ্যোগে প্রতিবন্ধীদের সরঞ্জাম বিতরণ
HnExpress অলোক আচার্য, বিরাটী : বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে সাংসদ অধ্যাপক সৌগত রায়ের উদ্যোগে বিরাটী বণিক মোড়ে প্রতিবন্ধীদের সহায়ক সরঞ্জাম প্রদান করা হয় বিনামূল্যে। সোমবার সকালে উত্তর দমদম ইন্দিরা রাজীব মেমোরিয়াল কমিটির ব্যবস্থাপনায় পৌরমাতা শেলী হালদারের সহযোগিতায় দমদম উত্তর বিধানসভার প্রায় ২৫০ জন প্রতিবন্ধী ভাইবোনেদের হাতে হুইল চেয়ার, ট্রাই সাইকেল, কানের মেশিন, লাঠি, ম্যাসিড কিট (মানসিক প্রতিবন্ধী) তুলে দেন বিশিষ্টজনেরা।

মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ অধ্যাপক সৌগত রায়, অভিনেত্রী শতাব্দী রায়, উত্তর দমদম পৌরসভার পৌরপ্রধান সুবোধ চক্রবর্তী, উপ পৌরপ্রধান লোপামুদ্রা দত্ত চৌধুরি, পৌরপিতা বিধান বিশ্বাস, জয়দেব কর্মকার, রাজর্ষি বসু, মহুয়া শীল, সৌমেন দত্ত, বিশ্ব সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা ঠাকুর শ্রী শ্রী সমীর ব্রহ্মচারী প্রমুখ। সাংসদ সৌগত রায় বলেন প্রতিবন্ধী ভাইবোনেদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে তাদের মুখে হাসি ফোটাতে বিভিন্ন সরঞ্জাম দিয়ে সাহায্য করা হল। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের শিখিয়েছেন।গত দেড়বছর আগে প্রায় তিন শতাধিক প্রতিবন্ধীদের শনাক্তকরণ শিবির করা হয়েছিল ব্যারাকপুর বি এন বোস হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে।

আজ সেই সব প্রতিবন্ধীদের হাতে সহায়ক সামগ্রী তুলে দেওয়া হল। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন ইন্দিরা রাজীব মেমোরিয়াল কমিটির সভাপতি স্বপন হালদার। এই উপলক্ষ্যে প্রতিবন্ধীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।