পুরসভার নিজ ভবন তৈরি হবে এবার কলকাতায়

HnExpress নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর ঃ গঙ্গারামপুর পৌরসভার ভবন তৈরি হচ্ছে এবার কলকাতায় উত্তরবঙ্গের প্রায় প্রতিটি পৌরসভার কলকাতায় নিজস্ব ভবন রয়েছে। অধিকাংশ ভবন সল্টলেকে, ফলে উত্তরবঙ্গের বাসিন্দারা কোন কাজে কলকাতায় গেলে ওই ভবনে গিয়ে অল্প খরচে থাকতে পারেন। তবে শুধুমাত্র সংশ্লিষ্ট পুরসভা বাসিন্দা হলেই নামমাত্র খরচে সেখানে থাকার ব্যবস্থা রয়েছে।
জেলার বালুরঘাট পুরসভারও নিজস্ব ভবন রয়েছে। কলকাতায় কিন্তু ২৫ বছরের পুরনো গঙ্গারামপুর পৌরসভার নিজস্ব কোন ভবন নেই। বাসিন্দাদের দাবি ব্যবসার কাজ ছাড়াও নানা প্রয়োজনে প্রায়ই গঙ্গারামপুর থেকে প্রচুর মানুষ কলকাতায় যান। তাই সেখানে পুরসভার নিজস্ব ভবন নির্মাণ অত্যন্ত জরুরী। পুরো ভবন থাকলে বাসিন্দাদের আর্থিক সাশ্রয়ের পাশাপাশি থাকার জন্য হোটেল খোঁজার হয়রানিও কমবে।
এই বিষয়ে গঙ্গারামপুর প্রধান প্রশান্ত মিত্র জানান কলকাতায় নিজস্ব ভবন থাকলে গঙ্গারামপুর বাসি প্রচুর উপকৃত হবেন। তারা কম খরচে পুরসভার খবর রাখতে পারবেন। এই জন্য সল্ট লেক সংলগ্ন এলাকায় জায়গার খোঁজ চলছে জায়গা, পেলে কাজ খুব দ্রুত শুরু করব। প্রসঙ্গত উত্তরের পৌরসভা গুলির কলকাতায় নিজস্ব ভবন থাকলেও, গঙ্গারামপুর পৌরসভার নিজস্ব কোন ভবন নেই।
সেখানে ফলে বিভিন্ন প্রয়োজনে কলকাতা গিয়ে থাকার জায়গা নিয়ে সমস্যায় পড়েন। গঙ্গারামপুর এর অধিকান্ত বাসিন্দারা বাধ্য হয়ে অতিরিক্ত টাকা খরচ করে হোটেলে থাকেন। তাদের সমস্যা মেটাতে এবার কলকাতা নিজস্ব ভবন তৈরি প্রকল্প পরিকল্পনা নিয়েছে গঙ্গারামপুর পৌরসভা। এজন্য কলকাতায় জমি খোঁজা হচ্ছে বলে পুরসভা সূত্রের খবর, অন্যদিকে প্রথমে সল্টলেকে জায়গার খোঁজ চলছিল, কিন্তু জায়গা না মেলায় সেখানে ভবন হচ্ছে না। তাই সল্ট লেক সংলগ্ন এলাকায় জমি খোঁজা হচ্ছে, যেহেতু সটলেক থেকে প্রয়োজন অনুযায়ী মহানগরীর বিভিন্ন জায়গায় সহজে যাতায়াত করা যায়। তাই এবারও সটলেক সংলগ্ন এলাকায় জায়গায় খোঁজ করছে। পুরসভা জানিয়েছে জায়গা পেলেই ভবন নির্মাণের কাজ খুব দ্রুত শুরু করা হবে।