পুরপ্রধানের বিরুদ্ধে কুরুচিকর পোস্ট ফেসবুকে প্রতিবাদ করায় নিগৃহীত হালিশহরে, ধৃত ১ যুবক
HnExpress দেবাশিস রায়, হালিশহর : বেশ কিছুদিন ধরেই হালিশহর তথা সারা বীজপুর জুড়েই চলছে তৃণমূলের গোষ্ঠী কলহ। গত সোমবার, ১০ সেপ্টেম্বরও হালিশহর পুরসভায় এক অপ্রীতিকর ঘটনা ঘটে। শেষমেশ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের হস্তক্ষেপে তা নিবৃত্তি হয়। এবার সেই আঁচ সরাসরি এসে পড়ল সোশ্যাল মিডিয়ায়।
সূত্রের খবর, প্রশান্ত দে নামে জনৈক যুবক ১০ তারিখ রাতে তার ফেসবুক পেজে একাধিক কুরুচিকর মন্তব্য করেন হালিশহর পুরসভার প্রধান অংশুমান রায়ের বিরুদ্ধে। যেমন, তিনি নাকি মুকুল রায়ের টাকায় বিয়ে করেছেন, তিনি যোগ্যতা ছাড়াই নিজের ভাগনের চাকরি করে দিয়েছেন শিক্ষক পদে, তাঁর নাকি অহংকারে মাটিতে পা পড়ে না…এমন সব নানা রকম পোস্ট। আর যতো গোল বাধে এসব পোস্ট ঘিরেই।
পরদিন এলাকার কিছু শুভবুদ্ধিসম্পন্ন মানুষ ওই যুবকের বাড়ি গিয়ে বুঝিয়ে-সুঝিয়ে আসেন বিষয়টা। এরপর প্রশান্ত সমস্ত পোস্ট ফেসবুক পেজ থেকে ডিলিট করে দেন, অর্থাৎ তুলে নেন। বিষয়টা হয়তো এখানেই মিটে যেতো। কিন্তু না! দুটি কারণে বিষয়টির জল অনেক দূর গড়িয়ে যায়। প্রথমত, প্রশান্তর ফেসবুক ওয়ালে করা পোস্ট স্ক্রিনশট নিয়ে ভাইরাল হয়ে যায়। যেমনটি আমাদের হাতেও এসেছে।
দ্বিতীয়ত, যে শুভবুদ্ধিসম্পন্ন মানুষগুলি প্রশান্তকে বুঝিয়ে ফেসবুক থেকে তা তোলান, ওই দিনই গভীর রাতে কয়েকজন দুষ্কৃতী বাইকে করে শুভবুদ্ধিসম্পন্ন মানুষগুলির বাড়ি-বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসেন দেখে নেবেন বলে। এরপর ওই শুভবুদ্ধিসম্পন্ন মানুষেরা বীজপুর থানায় অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে বীজপুর পুলিশ একজনকে গ্রেপ্তারও করে।
কিন্তু ১২ তারিখ অর্থাৎ বুধবার ওই ধৃত যুবক জামিনে ছাড়াও পেয়ে যান। যার ফলস্বরূপ ওই শুভবুদ্ধিসম্পন্ন মানুষেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। তাঁদের অভিযোগ, তৃণমূলেই এক বলিষ্ঠ ও প্রবীণ নেতার মদতেই অভিযুক্ত যুবকটি জামিন পেয়েছেন।
You must be logged in to post a comment.