September 8, 2024

পুজো আসছে, কৌশলী বিপননে খদ্দের পেতে চায় সোনি

0
Advertisements

HnExpress সম্রাট গুপ্ত, কলকাতা : পুজোর বাজার ধরতে বিপননের নয়া কৌশল ধরছে সোনি। প্রথমে মাত্র ১ টাকা দিয়ে খদ্দের কিনতে পারবেন তাঁদের জিনিস। বাকি টাকা কিস্তিতে দিতে হবে। প্রসেসিং চার্জ লাগবে না।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এ কথা জানান সোনি ইন্ডিয়ার কর্তারা। তাঁরা জানান, গত জুন জুলাই মাসে ফিফা কাপ উপলক্ষে তাঁদের বিভিন্ন মাপের টিভি সেট বিক্রি বেড়েছে ৩৯ শতাংশ। আর ৩২ ইঞ্চি স্ক্রিনের টিভি সেটের বিক্রি বেড়েছে ৬২ শতাংশ।

সংস্থার এমডি সুনীল নায়ার সাংবাদিকদের বলেন, এই পুজোর মরশুমে তাঁরা এ রাজ্যে ৩০০ কোটি টাকার ব্যবসা পেতে চান। এ রাজ্যে ‘ব্রাভিয়া‘ ব্রান্ডের টিভি ২০১৭ সালের তুলনায় ২৭ শতাংশ বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছেন। উৎসবের মরশুমে সাউন্ড বিজনেস এবং ডিজিটাল ইমেজিং সামগ্রির বিক্রি বাড়ানোর লক্ষমাত্রা যথাক্রমে ৩০ শতাংশ ও ২৫০ শতাংশ।

সোনির বিপনন প্রধান সতীশ পদ্মনাভন জানান, তাঁদের সংস্থার বিভিন্ন পণ্যের গুনগত মান এতটাই ভাল যে ক্রেতাদের কাছে সব সময়ে সমাদর পায়। গত এক বছরে তাঁদের হেডফোন, হাই পাওয়ার ওয়্যারলেস স্পিকার, ফুল ফ্রেম ক্যামেরা ও লেন্সের বিক্রি বেড়েছে যথাক্রমে ৫৮, ২৬২, ২০০ ও ১২০ শতাংশ।

Advertisements

Leave a Reply