পালিত হল মুক্তমঞ্চ দ্বারা আয়োজিত এক অভিনব ‘বর্ষবরণ’ অনুষ্ঠান
HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ দক্ষিন কলকাতার নেতাজীনগরে অবস্থিত প্রাতঃভ্রমন ও শরীরচর্চাকারী সংগঠন “মুক্তমঞ্চ” দ্বারা ১লা বৈশাখ, বাংলার ১৪২৬ সন, সকালে নতুনবছরকে স্বাগত জানিয়ে প্রশান্ত শূর উদ্যানে সুসজ্জিত পরিবেশে পালিত হলো এক অভিনব ‘বর্ষবরণ’ অনুষ্ঠান। এদিন এই অনুষ্ঠানে কবি কল্যান চট্টোপাধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এর পাশাপাশি দর্শকবৃন্দ এর কাছে পল্লব পাল নববর্ষের ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাখ্যা করেন।
“মুক্তমঞ্চে”র সদস্য/সদস্যারা রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্য- গীতি- আলেখ্য পরিবেশন করে দর্শকদের মন জয় করে নেয়। এছাড়াও প্রতিষ্ঠিত শিল্পী তানিয়া পাল, কৌশিকী গুহঠাকুরতা, সুদীপ্তা দাস ও দাদাগিরি খ্যাত তাপস ব্যানার্জী সহ বহু শিল্পীরাই এদিন সংগীত, নৃত্য পরিবেশন করেন এবং অরুনাভ বিশ্বাস পরিবেশন করেন এক মনোমুগ্ধকর আবৃত্তি। প্রতিষ্ঠিত হিন্দিভাষী কবি রাওল পুষ্প, তাঁর স্বরচিত কবিতা পাঠ করে শোনান। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করেন গৌতম সেনগুপ্ত। এক মনোরম পরিবেশে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি সকলের কাছ থেকে প্রশংসা জিতে নেয়।