December 10, 2024

পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক ছিল সম্পূর্ণ ‘মিথ্যাচার’, এমনটাই দাবী করলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার

0
Fb Img 1551606861498.jpg
Advertisements

HnExpress ওয়েবডেস্ক নিউজ : সম্প্রতি ঘটে যাওয়া পাকিস্তানের বালাকোট সেক্টরে সার্জিক্যাল এয়ার স্ট্রাইককে সম্পূর্ণ মিথ্যাচার বলে দাবি করলেন বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তাঁর বক্তব্য অনুযায়ী, ‘কোথাও একটি বোমা পড়েছে বলে এখনও অব্দি তার কোন পরিস্কার চিত্র কেউ দেখাতে পারেনি। আর কোথায় বা পাকিস্তানি জঙ্গিদের মারা হয়েছে, তার কোন ছবি সহ প্রমাণ দেখাতে পেরেছে কেউ? সারা বিশ্বের কাছে আমাদের মাথা হেঁট হয়ে গিয়েছে।’ আর এর ঠিক কিছুদিন আগেই পাকিস্তানে ঘটে যাওয়া মোদি সরকারের প্রত্যাঘাতের প্রমাণ চেয়ে ট্যুইট করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা মা-মাটি-মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত ১৪ ই ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় ঘটে যাওয়া সিআরপিএফের কনভয়ে লক্ষ্য করে জঙ্গিদের আত্মঘাতী হামলায় ভারতীয় সেনাবাহিনীর প্রায় ৪৪ জন জওয়ান এর মৃত্যু হয়। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ঠিক ১২ দিনের মাথায় পাকিস্তানি জঙ্গিদের উপর প্রত্যাঘাত হানে ভারতীয় বায়ুসেনা। সেনা সুত্র অনুযায়ী, গত মঙ্গলবার ভোর ৩ঃ৫০ মিনিট নাগাদ নাকি পাক-অধিকৃত কাশ্মীরের বালাকোট সেক্টরে এয়ারস্ট্রাইক চালিয়ে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল বায়ুসেনা। আর ভারতের বহু প্রথম সারির সংবাদ মাধ্যমের দাবি ছিল যে, এই যুদ্ধবিমান হানায় নাকি অন্তত ৩০০, আবার কেউ ৩৫০ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছেন। যদিও এই বিমান হানা যে আদৌ কতটা সফলতা পেয়েছে তা নিয়ে এখনো সোশ্যাল মিডিয়ায় চলছে নানাবিধ জল্পনাকল্পনা ও যুক্তি তর্কের দোলাচাল। অন্যদিকে, যখন সমগ্র দেশ ভারতীয় বায়ুসেনার সাহসিকতায় বিজয়ী গর্বে টগবগ করে ফুটচ্ছে, ঠিক তখনই এই সার্জিক্যাল স্ট্রাইকের সত্যতা নিয়ে হাজারো প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

গতকাল বারাসাত লোকসভা এলাকায় একটি জনসভার আয়োজন করেন তিনি। আর সেখানেই তিনি সরাসরি আক্রমনাত্মক ভাবে মোদি সরকারকে কটাক্ষ করে বলেন যে, আদতেও কোথাও কোনও সার্জিক্যাল স্ট্রাইক হয়নি। অথচ বিভিন্ন সংবাদ মাধ্যমকে দিয়ে মোদি সরকার ভোটের রাজনীতি করতে গিয়ে জোর করে এই মিথ্যা প্রচার চালাচ্ছে যে, কি বিরাট এক যুদ্ধ জয় করেছেন মোদি সরকার। আজ ভোট বক্সের রাজনীতি করতে গিয়ে মোদি সরকার গোটা বিশ্বের কাছে ভারতের মাথা নত করে দিয়েছে। লজ্জায়, অপমানে আজ বিধ্বস্ত আমাদের ভারত মা। বিবিসি, নিউ ইয়র্ক টাইমস এর মতো প্রভৃতি আন্তর্জাতিক স্তরের সংবাদ মাধ্যমেরও আজ একই প্রশ্ন যে, এই সরকার কেনইবা এমন মিথ্যাচার করছেন নিজেরই দেশবাসীর সাথে?’ তিনি আরও বললেন যে, দেশের বীর সেনাবাহিনীর ও তাঁদের পরিবারের জীবন নিয়েও ছিনিমিনি খেলছে এই ভোট নিয়ে রাজনীতি করা মোদি সরকার। কিছুদিন আগেই মোদি সরকারের বিরুদ্ধে ঠিক এমনটাই অভিযোগ করেছিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তবে প্রকাশ্যে সাংসদের এমন বিতর্কিত মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে চলছে জোর জল্পনাকল্পনা।

Advertisements

Leave a Reply