পশ্চিম মেদিনীপুরে সৌমেন মহাপাত্রের হাত ধরে ২০০জন কর্মীর তৃণমূলে যোগদান

0

HnExpress নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : দল বদলানোর খেলা অব্যাহত পশ্চিম মেদিনীপুর জেলায়। সেই রকমই আবার বিজেপি এবং সিপিআইএম ছেড়ে বেশ কিছু কর্মী যোগ দিলেন তৃণমূলে। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা এক নম্বর অঞ্চলের বিজেপি এবং সিপিআইএম ২০০ কর্মী তৃণমূলে যোগদান করেন।

এদিন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্রের হাত ধরেই তৃণমূলে যোগ করেন তারা। এই নিয়ে জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, মানুষ আজ আক্রান্ত, তারা সব বুঝতে পেরেছে। বিজেপি দাঙ্গাবাজ এবং সিপিআইএম -র ও হার্মাদদের নিয়ে বেশি দিন রাজ্যে অশান্তি সৃষ্টি করা যাবে না। মানুষ আসতে আসতে তৃণমূলের হাতই ধরছে শক্ত করে।

Leave a Reply

%d bloggers like this: