পশ্চিমবঙ্গ তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির নন্দীগ্রাম পশ্চিম চক্রের ৬ষ্ঠ সম্মেলনে বিদায়ী সাংসদ দিব্যেন্দু অধিকারী

0

HnExpress অর্নব দেবনাথ, পূর্ব মেদিনীপুর ঃ বাম আমলে শিক্ষকদেরকে দিয়ে মিটিং মিছিল থেকে শুরু করে বাড়ি বাড়ি ভোট প্রচারেও পাঠানো হতো। আর তাই নাকি ৩৪ বছর ধরে চরম অপমানে কাটিয়েছেন সেইসব শিক্ষকেরা। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার ফলে এই দুর্বিসহ যন্ত্রনা থেকে তাঁরা মুক্তি পেয়েছেন। রবিবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির নন্দীগ্রাম পশ্চিম চক্রের ৬ষ্ঠ সম্মেলনে এমনই বিস্ফোরণে মন্তব্য করলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী।

এই অনুষ্ঠানে দিব্যেন্দু অধিকারী প্রথমে বললেন যদিও আমি এখানে কোন রাজনৈতিক বক্তব্য দিতে আসিনি, শুধু আপনাদের সহমত নিতে এসেছি। সাথে আরও বললেন, তবে হ্যাঁ আপনাদের অনেক ক্ষোভ আছে, দাবিদাওয়া আছে সেই নিয়ে পর্যালোচনাও করার দরকার রয়েছে। বিদায়ী সাংসদ দিব্যেন্দু অধিকারী বললেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ২০১১ সালে ক্ষমতায় আসেন, আরও অতীতেতে গেলে ২০০৭ সালে বাম শাসনে নন্দীগ্রামে যে রক্তাক্ত ঘটনা ঘটেছিল। সেদিনের সেই আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়েছিল।

আর আপনাদের মতো সাধারণ মানুষ তাঁকে দুহাত তুলে আশীর্বাদ করেছিলেন আজও তিনি আপনাদের সঙ্গে আছেন ও চিরকাল থাকবেন।
এদিন রেয়াপাড়া বেসিক কলেজ এর সভাকক্ষে নন্দীগ্রাম পশ্চিম চক্রের ৬ষ্ঠ সম্মেলনে বিদায়ী সাংসদ দিব্যেন্দু অধিকারী ছাড়াও নন্দীগ্রাম ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মলিনা দাস, সহ সভাপতি মহাদেব বাগ, খোদামবাড়ী ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান মালবিকা মাইতি, তারাপদ খাটুয়া, নাড়ুগোপাল জানা, প্রভাস মাইতি ও বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক- শিক্ষিকা সহ অনান্যরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

%d bloggers like this: