পশ্চিমবঙ্গে ৩২ টি আসন জয়ের স্বপ্নে মশগুল রাজ্য সভাপতি দিলীপ

HnExpress রনজিৎ বোস, শিলিগুড়ি : পশ্চিমবঙ্গের ২৩ টি আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। গতকাল শিলিগুড়ির দলীয় কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের যোগদান করান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এর পর সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি বলেন ২৩টি আসন থেকে পশ্চিমবঙ্গে তাদের যাত্রা শুরু হবে, আর তা পৌঁছাবে ৩২ পর্যন্ত। এখন শুধু সময়ের অপেক্ষা। ইতিমধ্যে রাজ্য জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিজেপিতে যোগদানের হিড়িক শুরু হয়ে গিয়েছে।
তাদের অভিমত, বিজেপি নাকি ভারতের সবচেয়ে বড় পরিবার, তাই সকল সদস্যদের কাজের সমান সুযোগ দেওয়া হবে এখানে।