পরিবার তুলে অসম্মান করা মানে নিম্ন রুচির পরিচয় ঃ রাহুল গান্ধী

HnExpress ওয়েবডেক্স নিউজ, ভাস্কর বাগচি ঃ পরিবার তুলে অসম্মান করা নিম্ন রুচির পরিচয়৷ সেই কাজ কখনও করিনি আর কোনো দিন করব না৷ মরে যাব, তবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাবা-মা বা পরিবার নিয়ে কটুক্তি করব না৷ মঙ্গলবার মধ্যপ্রদেশে উজ্জয়নে এক নির্বাচনী জনসভায় এমনই মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷
লোকসভা নির্বাচনের প্রচারে একাধিক বার গান্ধী পরিবারকে নিশানা করতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদীকে৷ রাজীব গান্ধীকে দুর্নীতিগ্রস্থ প্রধানমন্ত্রী বলেও বহুবার মন্তব্য করেছেন তিনি৷ মৃত্যু পর্যন্ত নাকি রাজীব গান্ধী দুর্নীতি করেছেন, এমন কথাও মন্তব্য করেছিলেন মোদী৷ তাই সেই প্রসঙ্গ তুলে মোদীকে এদিন কটাক্ষ করলেন রাজীব পুত্র রাহুল গান্ধী৷
তিনি আরও বললেন, মোদী জি একাধিকবার তাঁর পরিবার তুলে অপমান করেছেন৷ তিনি শুধু হিংসার কথাই বলে বেরান৷ আমার বাবা, ঠাকুমা, এমনকী প্রপিতামহকেও অপমান করতে ছাড়েননি মোদী জি৷ কিন্তু রাহুল এদিন বললেন, তাঁর সেই শিক্ষা বা রুচি কোনোটাই এমন নয়৷ তিনি মরে যাবেন, তবু কখনও মোদী জির বাবা, মাকে বা তাঁর পরিবারকে নিয়ে কখনোই কোনো কটুক্তি করবেন না৷