পরাজিত মানেই হার নয়, টুইট করে ভোট নিয়ে প্রতিক্রিয়া মমতার

HnExpress রূপা বিশ্বাস, ওয়েবডেক্স নিউজ ঃ বাম-কংগ্রেস কে প্রায় নিশ্চিহ্ন করে এগিয়ে চলেছে বিজেপি এবং তৃণমূল। আজ সকাল থেকেই তৃণমূলের সাথে সমান ভাবে টক্কর দিয়ে এগিয়ে ছিল বিজেপি। আপাতত তৃণমূল ২২ টি আসনে এগিয়ে এবং বিজেপি ১৯ টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস ১ টি তে এগিয়ে। আর প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বামফ্রন্ট।এদিকে, ভোট নিয়ে পশ্চিমবঙ্গে ৪২-এ ৪২ এর কথা বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সুত্র অনুযায়ী আজকের গণনার আবহাওয়ায় ভোটের ফলস্বরুপ বোঝাই যাচ্ছে তৃণমূলের গত বারের আসন গুলোও এবার হাতছাড়া হয়ে যাচ্ছে সুপ্রিমোর হাত থেকে।এই নিয়ে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি আরও বলেছেন, পরাজিত মানেই হার নয়। ভিভিপ্যাটের সঙ্গে ইভিএম মিলিয়ে গননা পদ্ধতি শেষ হবার পরে তিনি তাদের নিজের মতামত জানাবেন।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: