পরকীয়ায় প্রাণ গেল এক কিশোরের

HnExpress দেবাশিস রায় : পরকীয়াকে স্বীকৃতি দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। আর সেই পরকীয়াতেই প্রাণ গেল এক তরতাজা কিশোরের। নদীয়ার নোকারির ঘোষপাড়া এলাকার ঘটনা। সূত্রের খবর, ওই এলাকায় বসবাসকারী এক বিবাহিত মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে বছর কুড়ির যুবক সুমন। মহিলার নাম শুক্লা ঘোষ, বয়স তেত্রিশ বছর। মহিলার স্বামী কর্মসূত্র বিদেশে থাকেন।

স্বভাবতই গৃহবধূটিও একাকীত্বের টানে জড়িয়ে পড়েন পরকীয়ায়। ক্রমে ঘনিষ্ঠতা বাড়তে থাকে এলাকার কমবয়সী ছেলের সঙ্গে। তেমনই আলাপ হয় ফুল ব্যবসায়ী সুমনের সঙ্গে। ঘনিষ্ঠতা বাড়তে বাড়তে জড়িয়ে পড়তে থাকেন শারীরিক সম্পর্কে। প্রায় বছরখানেক ধরে চলছিল তাদের অবাধ মেলামেশা।

জানা গেছে, শুক্রবার ১৯ অক্টোবর রাতে শুক্লার বাড়ি থেকে ফেরার পথে অসুস্থ হয়ে পড়ে সুমন। শুরু হয় বমি। রাতেই তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।অবস্থার অবনতি হওয়ায় কল্যাণীর জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই ২০ তারিখে সুমনের মৃত্যু হয়। মৃতের পরিবারের অভিযোগ, সুমন সেদিন রাতে শুক্লার বাড়ি থেকেই ফিরছিল। তাকে পানীয়র সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছে শুক্লাই। এর জেরেই স্থানীয় বাসিন্দারা শুক্লার বাড়ি ভাঙচুর করে।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: