‘পদক্ষেপ’ এর দৃষ্টান্ত মূলক পদক্ষেপ, একটু মানবিকতা

HnExpress ইন্দ্রাণী সেনগুপ্ত, কলকাতা : গতকাল বেহালার শরৎসদন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল সমাজের দুর্বল ও অবহেলিত হয়ে পিছিয়ে পরা শারীরিক প্রতিবন্ধীদের পাশে দাড়ানোর উদ্দেশ্য নিয়ে চ্যারিটেবল ট্রাস্ট “পদক্ষেপ” এর দ্বিতীয় বাৎসরিক দিবস উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এদিনের এই সাংস্কৃতিক মঞ্চে মানবিকতার পরিচায়ক স্বরূপ ‘পদক্ষেপ’ এর একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ বেহালার ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের স্পেশাল চাইল্ডদের হাতে ১ লক্ষ টাকা অনুদান তুলে দেওয়া। প্রেস বিবৃতিতে পদক্ষেপ এর ট্রাস্টি শ্যামলিকা চক্রবর্তী ও কোয়েল চ্যাট্টার্জী জানান যে, আমরা এই নৃত্য ও সঙ্গীতকে নিয়ে চ্যারিটেবল ট্রাস্ট ‘পদক্ষেপ’ এর সাহায্যে এই কালচারাল প্রোগ্রাম গুলি করে থাকি শুধুই মনোরঞ্জন এর জন্য নয়, বরং সমাজের আলোকিত অংশ থেকে বঞ্চিত হওয়া এই সমস্ত শারীরিক প্রতিবন্ধী গ্রস্ত ছোট বড় শিশুদের মুখে একটু যদি হাসি ফোটাতে পারি, ওদের আজন্ম দুঃখের কিছু টা যদি ভাগ করে নেওয়া যায়। তবে তা কখনই একা করা সম্ভব নয়, তাই আপনাদের সবাইকে পাশে নিয়ে সর্বোপরি সাথে নিয়ে আরো বহু দূর এগিয়ে নিয়ে যেতে চাই ‘পদক্ষেপ’ কে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ইন কাউন্সিলর দেবাশিষ কুমার, বিশিষ্ট নৃত্যশিল্পী থাঙ্কামনি কুট্টি, তনুশ্রী শঙ্কর, মালবিকা সেন, স্বপন ব্যানার্জী প্রমুখ। বিশিষ্ট সঙ্গীতশিল্পী অনিক ধরের জমাটি গানের আসরের পাশাপাশি ব্লাইন্ড স্কুলের কচিকাঁচাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটিও দর্শকমণ্ডলীর মনে সাড়া ফেলে দেয়।আজকের এই স্বার্থপর সমাজের বুকে গড়ে ওঠা ‘পদক্ষেপ’ এর এই নির্স্বাথ সহযোগিতা ও আন্তরিক ভালবাসা সহ এই সামাজিক দায়বদ্ধতা আজ সত্যিই প্রশংসনীয়।