বিভিন্ন নেশায় আসক্ত যুবকদের অপরাধ নথি কমাতে জেলা পুলিশের নতুন উদ্যোগ “উত্তরন”

0

HnExpress নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : অন্যান্য জেলার তুলনায় পশ্চিম মেদিনীপুর এর মেদিনীপুর শহর ও খড়গপুর এলাকায় বিভিন্ন নেশায় আসক্ত যুবকদের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছিল। একদল যুবক নেশার সামগ্রী কিনতে টাকার জন্য যুক্ত হয়ে গিয়েছিল বিভিন্ন রকম অপরাধ মূলক কাজকর্মে। ক্রমে সেই সংখ্যাটা বাড়তে দেখে দু’রকমভাবে সেই অপরাধকে দমন করতে এক অভিনব পদ্ধতিতে মাঠে নামল পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ। একদিকে মাদক বিক্রেতাদের গ্রেপ্তার-ধরপাকড়। অন্যদিকে মাদকাসক্তদের জন্য নতুন প্রকল্প “উত্তরণ”। গত কয়েক বছর ধরে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর, খড়গপুর শহর সহ বেশ কিছু ছোট ছোট শহরগুলিতে চুরি ছিনতাই এর মত অপরাধ কাজকর্ম গুলি উত্তোরোত্তর বৃদ্ধি পাচ্ছিল আর তার খবরাখবর পুলিশের সামনে আসছিল বেশি করে। পুলিশ বিভিন্ন পদ্ধতিতে অভিযান চালিয়ে কিছু অপরাধীদের গ্রেফতার করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছিল না। পুলিশের হিসেবে ধরা পড়া এইসব চুরি, ছিনতাই, রাজাহানী, ডাকাতির মতো ঘটনার পেছনে মূল কারণ ছিল নেশার সামগ্রী কিনতে অর্থ সংগ্রহ করা। আর এই সুযোগকেই কাজে লাগিয়ে রমরমিয়ে মাদকদ্রব্যের ব্যবসা শুরু করে দিয়েছিল এক ধরনের কালোবাজারি। গত দু মাসে কয়েক কুইন্টাল গাঁজা সহ হেরোইন, চরস, গাঁজা’র মতো মাদক বাজেয়াপ্তও করেছে পুলিশ। এসমস্ত দিক খতিয়ে দেখে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ দুরকম পদ্ধতি অবলম্বন করল এই উঠতি বয়সের যুবকদের অপরাধ জগৎ থেকে সরিয়ে আবার সেই জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার উদ্দেশ্যে। পাশাপাশি সেইসব মাদক বিক্রেতাদের গ্রেফতার, সেইসঙ্গে এই মাদকাসক্তদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে এনে যুবদলকে অপরাধ জগতের হাত থেকে রক্ষা করা। সেই জন্য জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার নতুন প্রকল্প শুরু হলো “উত্তরন”। পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান বিভিন্ন শহর, গ্রাম্য এলাকা থেকে যেসমস্ত যুবক ও ব্যাক্তিরা নেশায় আসক্ত হয়ে তার কবল থেকে বের হতে পারছেন না, তাদের উদ্ধার করে জননী নামক একটি নেশা নিরাময় কেন্দ্রে ভর্তি করবে পুলিশ। পুলিশের তত্ত্বাবধানে একটি স্বেচ্ছাসেবী সংস্থা এদের দেখভাল করবে। আমরা বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করতে গিয়ে দেখেছি যে তার পেছনে প্রধান কারন নেশা। তাদের গ্রেফতার করলে শুধরানো যায়না। তাদের নেশা থেকে মুক্তি করতে পারলেই সমস্যার সমাধান হবে। একই সঙ্গে যারা এই মাদক বিক্রেতা তাদের বিরুদ্ধেও আমাদের অভিযান চলবে, প্রয়োজনে গ্রেফতার করা হবে।

Leave a Reply

%d bloggers like this: