পশ্চিম মেদিনীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি

HnExpress বিশেষ প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : বড়সড় দুর্ঘটনার হাত থেকে দোকান মালিক বেঁচে গেলেও বাঁচল না তাঁর দোকানটি। দোকান ঘর ভেঙ্গে ঢুকে পড়ল একটি মাল বোঝাই চার চাকার গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার গোঁসাইবাজারে।

ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের ধারে সুকুমার প্রামানিকের একটি টেলারিং এর দোকান রয়েছে। পুজোর আগে রাত জেগেই দোকানে কাজ করেন তিনি। কিন্তু গতকাল রাতে তিনি সৌভাগ্যবশত দোকানে না থেকে বাড়ি ফিরে গেছিলেন। সেই রাতেই আচমকা একটি ওভারলোডেড আইচার গাড়ি দোকানে গিয়ে ধাক্কা মারে। ধাক্কার জোর এতটাই ছিল যে দোকানটি পুরোটাই ক্ষতিগ্রস্থ হয়। দোকানের ভেতরে থাকা কয়েকটি মেশিন ও মালপত্র সমস্ত দুমড়ে মুচড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ সুত্রের খবর যে, গাড়ির চালকের নাকি ঘুমে চোখ লেগে যাওয়াতে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে দোকানে।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: