আদালতের নিষেধ সত্ত্বেও প্লাস্টিকের জাতীয় পতাকা কাঁচরাপাড়া পুরসভায়
HnExpress দেবাশিস রায়, কাঁচরাপাড়া : সুপ্রিম কোর্টে নির্দেশ ছিল স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসে কোনও ভাবেই ব্যবহার করা যাবে না প্লাস্টিকের জাতীয় পতাকা। কিন্তু এবারও দেদার বিক্রি হয়েছে প্লাস্টিকের জাতীয় পতাকা। বেশ কিছু জায়গায় দু-চাকা ও চার-চাকার গাড়িতে লাগানোর জন্য সং সেজে তা বিলিও হয়েছে যত্রতত্র। পাড়ায় পাড়ায় দলীয় কার্যালয়ে ছেয়ে গেছিল সেই প্লাস্টিকের জাতীয় পতাকায়। তবে সবচেয়ে অবাক করা কাণ্ড ঘটিয়েছে কাঁচরাপাড়া পুরসভা। স্বাধীনতা দিবসের আগের রাতেই পুরসভার প্রাঙ্গণটি সেজে উঠেছিল ওই প্লাস্টিকের জাতীয় পতাকায়।
বেসরকারি ভাবে যা ব্যবহার করা যায় তা কি সরকারি প্রতিষ্ঠানে শোভনীয়! এ প্রশ্ন কাঁচরাপাড়াবাসীর। বেশ কয়েকদিন পুরপ্রধান সুদামা রায় বাইরে থাকায় এবিষয়ে পুর আধিকারিকদের প্রশ্ন করা হলেও তাঁরা কোনও সদুত্তর দিতে পারেননি। এমনকি তাঁরা বলতেও অস্বীকার করেন কার নির্দেশে প্লাস্টিকের জাতীয় পতাকা ব্যবহৃত হয়েছে! সাংবিধানিক এই অবহেলা কি চোখে পড়ে না প্রশাসনের? এখনও অর্থাৎ সেপ্টেম্বরের ৮ তারিখেও ছবিটা সেই একই আছে।