নিউ ব্যারাকপুরে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে দিবারাত্র ফুটবল

HnExpress অলোক আচার্য, নিউ ব্যারাকপুর : নিউ ব্যারাকপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের ৯নং ওয়ার্ড কমিটির উদ্যোগে ১৬ দলের দিবারাত্র ব্যাপী বিরাট একদিনের নক আউট পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার স্থানীয় মিলন মন্দির খেলার মাঠে। সকালে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেছিলেন নিউ ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রেনবো এ্যাথেলেটিক ক্লাবের সভাপতি সুখেন মজুমদার। খেলায় ফাইনালে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে সুচিত্রা মজুমদার স্মৃতি চ্যালেঞ্জ উইনার্স ট্রফি ও সিদ্ধার্থ বোস স্মৃতি রানার্স ট্রফি তুলে দেওয়া হয়।

মাঠে উপস্থিত হয়েছিলেন সাংসদ অধ্যাপক সৌগত রায়, দিকপাল ফুটবলার সমরেশ চৌধুরী, ভাস্কর গাঙ্গুলি, ইস্টবেঙ্গল দলের খেলোয়াড় আলআমনা, নিউ ব্যারাকপুর পৌরসভার পুর প্রধান তৃপ্তি মজুমদার, উপ-পুর প্রধান মিহির দে, পৌরপিতা সৌমিত্র মজুমদার, দমদম পুরসভার উপ-পুর প্রধান বরুণ নট্ট, পুর দলনেতা প্রবীর সাহা, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি জয়দীপ দাস, সম্পাদক ধীমান দাস, রেনবো দলের বিদেশী গডউইন, ক্রীড়া সাংবাদিক পূর্ণেন্দু চক্রবর্তী, জাতীয় রেফারী অনুপ চক্রবর্তীসহ নিউ ব্যারাকপুরের অতীত দিনের দিকপাল ফুটবলাররা। ফাইনালে শহরপুর অল ফ্রেন্ডস ১-০ গোলে পরাজিত করে শহরপুর যুবক সংঘকে।

শহরপুর অল ফ্রেন্ডস এর হয়ে জয়সূচক গোলটি করেন মহম্মদ ফরিদ। ফাইনালে ম্যান অফ দ্য সিরিজ ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান মহম্মদ ফরিদ। সুদৃশ্য ট্রফি তুলে দেন পৌরপিতা সৌমিত্র মজুমদার, বিদুর মজুমদার, সোমনাথ মল্লিক। সমগ্র খেলাটি সুষ্ঠভাবে পরিচালনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন নিউ ব্যারাকপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সুমন দে। খেলাকে ঘিরে মাঠে দর্শকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: