December 10, 2024

নিউ বারাকপুরে নির্বাচনী পথসভায় সৌগত

0
Img 20190426 Wa0057.jpg
Advertisements

HnExpress অলোক আচার্য, নিউবারাকপুর : দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায় নিউ বারাকপুর পুরসভার ১৭ ও ১৮নং ওয়ার্ডের সংযোগস্থলে লেনিন সরণী যুব ক্রীড়াঙ্গন ময়দানের সামনে নির্বাচনী পথসভায় বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূল প্রার্থী অধ্যাপক সৌগত রায় যোগদান করেন। নিউ বারাকপুর শহর তৃণমূল কংগ্রেস আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন অধ্যাপক সৌগত রায়। তিনি এলাকার উন্নয়নে সাংসদ তহবিল থেকে পুর অঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক বাস্তবায়িত কর্মসূচী তুলে ধরেন।

বিশেষ করে সাংসদ হিসেবে ২০০৯ সালে জয়ী হয়ে কেন্দ্রে নগর উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হিসাবে জে এন ইউ আর এম (JNURM) প্রকল্পের মাধ্যমে গঙ্গার পরিশোধিত পানীয় জলের সুবিধা পাচ্ছেন এলাকাবাসীরা। দুবেলা মানুষেরা অতিরিক্ত পানীয় জলের সুবিধা পাচ্ছেন। এলাকার উন্নয়নে তিনি সবসময় মানুষের পাশে থেকে কাজ করেছেন। সাংসদ বলেন আমি এলাকায় উন্নয়নে সামিল হয়ে কাজ করেছি তাই ভোট ভিক্ষা প্রার্থনা করছি। আমাকে পুনরায় নির্বাচিত করে সংসদে নতুন বাংলায় সরকার গঠনে মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সকলে সহযোগিতা অঙ্গীকারবদ্ব হন। নিউ বারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুখেন মজুমদার বলেন সংসদে সর্বাধিক সময় উপস্হিতি এবং সর্বাধিক প্রশ্ন উথ্থাপন এবং বির্তকে অংশগ্রহণ করে।

আজ তিনি সর্বভারতীয় ক্ষেত্রে একজন বহুপ্রশংসিত সাংসদ হিসাবে সুখ্যাতি অর্জন করেছেন। তাই এমন একজন কাছের এবং কাজের মানুষকে বিপুল সমর্থনে পুনরায় নির্বাচিত করবে এলাকার গনতন্ত্রপ্রিয় নাগরিকবৃন্দ। পাঁচ বছরের সাংসদ উন্নয়ন তহবিলের অর্থ সুদ সহ একশ শতাংশ এলাকা উন্নয়নের জন্য খরচ করেছেন। গত পাঁচ বছরে নিউ বারাকপুর পৌর অঞ্চলের বিভিন্ন প্রকল্পে ১কোটি ১২ লক্ষ ২৬হাজার ৮৬৩টাকা ব্যয় করেছেন। নিউ বারাকপুর থেকে তারাপীঠ গামী এবং সল্টলেক সেক্টর ফাইভ গড়িয়া রুট বাস চালু করা হবে বলে জানান সুখেন বাবু। ভোটের পরই বিএলআরও অফিস নিউবারাকপুরের হবে। এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা বাস্তবায়িত হতে চলেছে।

নির্বাচনী পথসভায় এছাড়াও বক্তব্য রাখেন নিউবারাকপুর পৌরসভার পুরপ্রধান তৃপ্তি মজুমদার, উপ পুরপ্রধান মিহির দে, স্হানীয় পৌরপিতা নিখিল মালো, সৌমিত্র মজুমদার, মনোজ সরকার, জেলা তৃণমৃল নেতা ঋষীকেশ রায়, নিউ বারাকপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুমন দে প্রমুখ। বিভিন ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব মহিলারা কর্মী সমর্থকেরা পথসভায় উপস্হিত হয়ে ছিলেন। পথসভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন নিউ বারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক ও পুরসভার পুরদলনেতা প্রবীর সাহা। পুরপিতা প্রবীর সাহা বলেন মুখ্যমন্ত্রী ডাক দিয়েছেন ৪২-এ ৪২ করতেই হবে। বিজেপি নামক অশুভ শক্তিকে দেশের মানচিত্র থেকে রাজনৈতিক ভাবে মুছে দেওয়ার শপথ নিতে হবে এই বিশাল পথসভা থেকে। বাংলার প্রতিটি কেন্দ্রেই তৃণমৃল কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়জুক্ত করবার আহ্বান করা হয় এদিন।

Advertisements

Leave a Reply