নিউব্যারাকপুরে স্কুল পড়ুয়ার আত্মহত্যা
HnExpress অলোক আচার্য, নিউব্যারাকপুর : সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল এক স্কুল পড়ুয়া। ঘটনাটি ঘটেছে নিউব্যারাকপুর পৌরসভার ২০ নং ওয়ার্ডের পশ্চিম কোদালিয়া বিদ্যাসাগর পল্লীতে,(লোকনাথ বাবার মন্দিরের সামনে) রবিবার রাতে। বাবা, মা ও তার দাদা কেউ বাড়িতে ছিল না।
ছেলেটির নাম শুভম মন্ডল (১৫)। নিউব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র। বাবা সুখেন্দু মন্ডল পেশায় বিশড়পাড়ায় চালের ব্যবসায়ী। মা শংকরী মন্ডলের বিশড়পাড়ায় নিজস্ব কাপড়ের দোকান রয়েছে। দাদা সুজয় মন্ডল নিজের পড়াশোনার জন্য বাইরে ছিলেন।
বাড়িতে কেউ ছিল না। দাদা বাড়িতে এসে দরজা খুলে দেখতে পায়, ভাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।এলাকায় চাঞ্চল্য ছড়ায়। প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। শুভমকে বারাসত সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে নিউব্যারাকপুর থানার পুলিশ আসে। পুলিশ জানিয়েছে, ছেলেটা প্রচন্ড জেদি ছিল। পড়াশোনায় খুব একটা ভালো ছিল না। বাবা মা বকাবকি করত। বিগত কয়েক বছর আগে সে আত্মহত্যার চেষ্টা করেছিল, সফল হতে পারেনি। পড়াশোনায় অমনযোগী ছিল। মোবাইলে গেম খেলার নেশা ছিল।
ছেলের এই অস্বাভাবিক মৃত্যু পরিবারের কেউই মেনে নিতে পারছে না। এলাকায় শোকের ছায়া নেমে আসে ছাত্রের মৃত্যুতে। বাবা মায়ের বকুনিতে ছেলেটি আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। মোবাইলে মোমো গেম খেলতে গিয়ে মৃত্যু সংবাদ রটেছে, গুজব ছড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুভমের মৃত্যু সংবাদের খবর পেয়ে স্কুলের তরফ থেকে বিদ্যালয়ের দুজন সহকারী শিক্ষক তাদের বাড়িতে গিয়ে সমবেদনা জানান। মঙ্গলবার সকালে বিদ্যালয়ে তার মৃত্যু সংবাদে এক মিনিট নীরবতা পালন করে ছুটি দেওয়া হয়।