October 11, 2024

নিউব্যারাকপুরে বেবি লিগ ফুটবল প্রতিযোগিতা শুরু

0
Advertisements

HnExpress অলোক আচার্য, নিউব্যারাকপুর : নিউব্যারাকপুর পৌরসভা ফুটবল একাডেমী আয়োজিত ৩২ দলের বেবি লিগ ফুটবল প্রতিযোগিতা শুরু হল রবিবার, স্থানীয় ৭ নং রেলগেট সংলগ্ন পল্লী উন্নয়ন সংঘ শিশু উদ্যানে। রবিবার দুপুরে খেলার শুভ উদ্বোধন করেন নিউব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তৃপ্তি মজুমদার। প্রথম খেলাটি হয় নিউব্যারাকপুর মিউনিসিপ্যালিটি ফুটবল একাডেমী বনাম মাসুন্দা ফ্রি প্রাইমারী স্কুল উভয়ের এর মধ্যে। মিউনিসিপ্যালিটি ফুটবল একাডেমী ৯-০ গোলে পরাজিত করে মাসুন্দা ফ্রি প্রাইমারী স্কুলকে।পৌরসভা ফুটবল একাডেমীর পক্ষে গোলগুলি করেন আয়ুষ বিশ্বাস (৬টি), প্রভাত রায়, সায়ন দাস। সেমসাইডে একটি গোল হয়। অপর খেলায় নিউব্যারাকপুর কলোনী বয়েজ হাইস্কুল ৭-১ গোলে পরাজিত করে কোদালিয়া আগাপুর হাইস্কুলকে। কলোনি বয়েজ হাই স্কুলের পক্ষে গোলগুলি করেন অরিত্র মজুমদার (৩টি),অর্ক বিশ্বাস (২টি ), অনির্বাণ দাস এবং নিশান্ত রাজ। কোদালিয়া আগাপুর হাইস্কুলের পক্ষে একটি গোল করেন বৃন্ত সরকার।বিশিষ্ট ক্রীড়াবিদ্ মানস গাঙ্গুলি জানান, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অনুমোদিত নিউব্যারাকপুর পৌরসভার উদ্যোগে ৪টি গ্রুপ ৩২টি দলের খেলা আজ শুরু হল। প্রতি দলে ৬ জন করে খেলবে। ৬-৭, ৮-৯, ১০-১১ এবং ১২-১৩ এই চারটি গ্রুপে লিগের খেলাগুলি নিউব্যারাকপুর এর বিভিন্ন মাঠে অনুষ্ঠিত হবে। খেলার প্রধান অতিথি নিউব্যারাকপুর রেনবো অ্যাথলেটিক ক্লাবের সভাপতি সুখেন মজুমদার বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বাংলার ফুটবলকে সমৃদ্ধ করতে খেলাধুলার প্রসারে রাজ্যের স্কুল গুলিকে লিগ পর্যায়ে ফুটবল খেলার যে নির্দেশ দিয়েছেন, তারই অঙ্গ হিসেবে নিউব্যারাকপুরে শুরু হল এই বেবি লিগ ফুটবল প্রতিযোগিতা।ছোট ছোট ছেলেরা পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলবে, বাংলার ফুটবলের জনপ্রিয়তাকে ধরে রাখবে। ধারাবাহিক ভাবে চলবে এই লিগ পর্যায়ের খেলা। পৌরসভা ফুটবল একাডেমী প্রশিক্ষকরা রয়েছেন এর তত্ত্বাবধানে। খেলাকে ঘিরে এলাকার মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।মাঠে উপস্থিত ছিলেন আই এফ এ সহ সচিব কৌশিক বসু, উপপৌরপ্রধান মিহির দে, পুরদলনেতা প্রবীর সাহা, পৌরপিতা নিখিল মালো, জয়গোপাল ভট্টাচার্য, ক্রীড়া সাংবাদিক পূর্ণেন্দু চক্রবর্তী সহ নিউব্যারাকপুরের অতীত দিনের দিকপাল ফুটবলার পার্থসারথি বসু , গৌতম সরকার , বিশ্বজিৎ দাস , শ্যামল ঘোষ , দীপক গায়েন , কুলদাপ্রসাদ সিংহ রায় , রমেশ দে সহ এলাকার বিভিন্ন ক্রীড়ামোদী মানুষ। খেলা পরিচালনা করেন রেফারি প্রলয় সরকার ও প্রলয় বিশ্বাস।

Advertisements

Leave a Reply