December 10, 2024

নিউব্যারাকপুরে কলোনি বয়েজ হাই স্কুলের উদ্যোগে স্বাধীনতা দিবস পালিত হল

0
Img 20180819 Wa0086.jpg
Advertisements

HnExpress অলোক আচার্য, নিউব্যারাকপুর : গতকাল ১৫ই আগস্টের জাতীয় সংহতি উৎসব পালনের দিনে জাতীয় ঐক্য ও সংহতিকে বিশেষ গুরুত্বের সাথে পালন করেছিল নিউব্যারাকপুর বয়েজ হাই স্কুল। এই উদ্দেশ্যে জাতীয় ঐক্য ও সংহতি বোধ বিষয়ে ছাত্রদের মধ্যে শিক্ষা দানের জন্য বিদ্যালয় বিশেষ উদ্যোগ গ্রহণ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পরিকল্পনায় জাতীয় প্রতীকগুলি রূপায়ণ করেন শিক্ষক রানা পাল। জাতীয় ঐক্য সম্বলিত একটি কোলাজের মাধ্যমে দেশাত্মবোধকে ছাত্রদের মধ্যে তুলে ধরা হয়। শেষে বিদ্যালয়ের শিক্ষক সুখেন্দু বিকাশ মাইতি ও অম্লান দাশগুপ্তের পরিচালনায় সাম্প্রদায়িক সম্প্রীতির উপর ‘ঐক্য’ নামক একটি মুখাভিনয় পরিবেশিত হয় বিদ্যালয়ের ছাত্রদের দ্বারা। ১৫ মিনিটের এই মুখাভিনয়টি দর্শকদের মুগ্ধ করে। প্রতি বছরের মতো এ বারেও ৭২ তম স্বাধীনতা দিবস পালিত হল বিদ্যালয় প্রাঙ্গণে যথাযথ মর্যাদা সহকারে। ছাত্র, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষা কর্মীবৃন্দ, বিদ্যালয়ের এনসিসি ৪৮ বেঙ্গল ব্যাটিলিয়ন ৬০৯ ক্যাডেট বাহিনীর পড়ুয়ারা কুচকাওয়াজে অংশগ্রহণ করে বীর শহীদদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে। শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি ড. বিধান চন্দ্র মন্ডল। এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. অনিরুদ্ধ বিশ্বাস জাতীয় পতাকার ইতিহাস, গুরুত্ব এবং জাতীয় সংহতিতে জাতীয় পতাকার ভূমিকা নিয়ে আলোকপাত করেন। মাঝেমাঝে বিদ্যালয়ের ছাত্ররা সমবেত দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে। এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক পরিমলকান্তি মন্ডল, বিদ্যালয়ের ছাত্র সম্বিত দাস, এবং সমীর শীল। শেষে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবসের প্রভাতী অনুষ্ঠান সমাপ্ত হয়।

Advertisements

Leave a Reply