নিউবারাকপুর নামযজ্ঞ উৎসব ও ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় ও চন্দ্রিমা
HnExpress অলোক আচার্য, নিউবারাকপুর : নিউবারাকপুর পুরাতন বাজার ব্যবসায়ী সমিতির ৬২তম বর্ষের নামযজ্ঞ উৎসব ও ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন রাজ্যের খাদ্য মন্ত্রী জোতিপ্রিয় মল্লিক ও স্বাস্থ্য প্রতি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মঙ্গলবার বিকালে প্রদীপ প্রজ্বলন করে রাজ্যের খাদ্য মন্ত্রী বলেন এলাকার উন্নয়নে তৃনমূল টাউন সভাপতি সুখেন মজুমদারের অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। স্বপ্ন নগরীকে বাস্তবে রূপ দান করতে নবরুপকার সুখেনের কৃতিত্ব সবার আগে।
পাশাপাশি সাংসদ সৌগত রায় ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন। সাংসদ সৌগত রায় মৎস ও সব্জি বাজারের উন্নয়নে ২০লক্ষ টাকা দান করেছেন। তার কাজ দ্রুত গতিতে চলছে। নতুন বছরে প্রথমেই আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এলাকার নিকাশী ব্যবস্হা দ্রুত পরিবর্তন করা হবে। রুপকার হরিপদ বিশ্বাসের স্বপ্নকে আদর্শ শহরে পরিণত হবে। নামযজ্ঞ ও নামকীর্তন মিলনগীতি তৈরী করে। গত ৭বছরে এলাকার চেহারা পাল্টে গিয়েছে। বাজারে সিসি ক্যামেরা বসানো হয়েছে মানুষের নিরাপত্তায়। রয়েছে দমকল,থানা,ইন্ডোর স্টেডিয়াম,রেশন অফিস প্রমুখ। রাজ্যের মুখ্যমন্ত্রী মতুয়াদের এবং নমসূদ্রদের নিয়ে একটি পর্ষদ গঠন করেছেন। আগামী বৃহষ্পতিবার সুখেনের নেতৃত্বে মতুয়ারা ভীড় জমাবেন ঠাকুরনগরে মুখ্যমন্ত্রীর জনসভায়। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন প্রাদেশিকতার নামে যারা বিভাজন করে তাদের প্রশ্রয় দেবেননা। এলাকার উন্নয়নে ভালো কাজ করতে সকলেই ঐক্যবদ্ধ ভাবে সামিল হয়। সুস্হ সংস্কৃতি বজায় রাখতে নামযজ্ঞ উৎসবে এত মানুষ ভীড় জমিয়েছেন দেখে আমার খুব ভালো লাগছে।
এদিন নববারাকপুরের নবরুপকার সুখেন মজুমদারকে বিশেষ ভাবে সংবর্ধিত করেন রাজ্যের দুই মন্ত্রী ও সাংসদ। উপস্হিত ছিলেন পুরপ্রধান তৃপ্তি মজুমদার,স্হানীয় পৌরপিতা সৌমিত্র মজুমদার,পুর দলনেতা প্রবীর সাহা,সুখেন মজুমদার,দমদম পুরসভার পুরপারিষদ সদস্য রিংকু দে দত্ত,কো অপারেটিভ হোমস লিমিটেডের চেয়ার ম্যান নির্মল বসু,সচীব সিতাংশু গুহ প্রমুখ। এদিন বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সদস্যাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী পড়ুয়াদের সংবর্ধিত করা হয় এদিন। এছাড়াও দুস্হদের শীত বস্ত্র বিতরণ করা হয়। বাজার সমিতির সম্পাদক অপু পাল,সাংসদ ও দুই মন্ত্রীকে সংবর্ধিত করেন। সুখেন মজুমদার এলাকার উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরেন। শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিশুশিল্পী অনুষ্কা ঘোষ। ১০দিন ব্যাপী চলবে শ্রী শ্রী রাধা গোবিন্দের আরাধনা,শ্রীমদ ভাগবত পাঠ,পালা ও লীলাকীর্তন,নাম সংকীর্তন,গীতি আলেখ্য,(ভক্তিমূলক ) ও মহোৎসব। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক অম্লান দাশগুপ্ত।