নিউবারাকপুর থানার উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা

HnExpress অলোক আচার্য, নিউবারাকপুর ঃ রাজ্য সরকারের ক্লীন এ্যান্ড গ্রীণ সিটি প্রজেক্টকে সামনে রেখে বারাকপুর কমিশনারেটের অধীন নিউবারাকপুর থানার উদ্যোগে সোমবার সকালে লেনিননগর শিক্ষা নিকেতন বিদ্যালয় প্রাঙ্গনে সেগুন, মেহগনি, ইউক্যালিপটাস চারাগাছ রোপণ করা হয়।
এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত ব্যানার্জী ও ছাত্রীগণ। থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজু মুখোপাধ্যায় বললেন, “শহরকে পরিস্কার-পরিচ্ছন্নতা ও সবুজায়ণ-এ বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। শহরের বিভিন্ন প্রান্তে গাছ লাগিয়ে নগর সবুজায়ণ করে মানুষকে সচেতন করার প্রয়াস চলছে। পাশাপাশি থানা প্রাঙ্গনে ঝাড়ু- কোদাল হাতে এলাকার পরিচ্ছন্নতার উপর জোর দেওয়া হয়েছে। পুলিশ সমাজের বন্ধু। সামাজিক বন্ধু হিসাবে মানুষের পাশে দাঁড়িয়ে নাগরিক সচেতনতার উপর কাজ করে চলেছি।
” থানার বিভিন্ন এএসআই, এসআই ও সিভিক ভলেন্টিয়ার্সরাও কর্মসূচিতে সামিল হয়েছিল। ‘সেফ ড্রাইভ সেভ লাইভ’ নিয়েও মানুষকে সচেতন করে চলেছেন থানার পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারা।