October 11, 2024

‘নষ্ট দীঘির পদ্ম’ এর সাকসেস পার্টি

1
Advertisements

HnExpress দেবনাথ চক্রবর্তী, কলকাতা : পঞ্চাশের দশকের গোড়া থেকে বহু বিখ্যাত চিত্র পরিচালকরা ছোট ছোট ছবি করে অসাধারণ সব কীর্তি তৈরি করে গেছেন। বর্তমানেও তার অন্যথা হচ্ছে না বরং এই সময়ে দাঁড়িয়ে বেশ কিছু চিন্তাশীল ব্যক্তি এগিয়ে এসেছেন শর্ট ফিল্ম তৈরীর মাধ্যমে বড় ছবির জন্য হাত পাকাতে। চলছে আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতাও। পাচ্ছেন পুরষ্কার। ক্রমশ এই বাজার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। দর্শকও পাচ্ছেন প্রচুর। আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যে সীমাবদ্ধ এই শর্ট ফিল্মের মধ্যে থাকছে সূক্ষ্মাতিসূক্ষ্ম শিক্ষাও।

সম্প্রতি অর্জুন ভট্টচার্য তৈরী করেছেন মাত্র ৮ মিনিট ২০ সেকেন্ডের মধ্যে এক অসাধারণ ব্যঞ্জনাময় শর্ট ফিল্ম’ নষ্ট দীঘির পদ্ম। তুমুল সমালোচিত এই ছবি ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে মূলত তৈরী হয়েছে। পেয়েছে ব্যাপক সাফল্য। এই সাফল্যকে স্মরণীয় করে রাখতে এই ছবির সাথে যুক্ত ব্যাক্তিরা আয়োজন করল একটি সাকসেস পার্টি। টালিগঞ্জে কলকাতা স্কুল অব ড্রামায় অনুষ্ঠিত এই সাকসেস পার্টিতে উপস্থিত ছিলেন অভিনেতা যুধাজিৎ, অভিনেত্রী মৌ বৈদ্য, দক্ষিণী অভিনেতা মাণি, প্রখ্যাত তবলাবাদক পন্ডিত মল্লার ঘোষ, চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়, অভিনেতা-পরিচালক নারায়ণ রায়, বিশিষ্ট ব্যবসায়ী আজম মিয়ানুর ও প্রযোজক অশোক সুরানা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

গত ২২ শে ডিসেম্বর ইউটিউবে জলসা এন্টারটেইনমেন্ট এন্ড ফাইন আর্টসের প্রযোজনায় এই শর্ট ফিল্ম’ নষ্ট দীঘির পদ্ম মূলত একটি মেয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখার গল্প। পদ্ম নামে একটি মেয়ে অভিনেত্রী হবার স্বপ্নকে বাঁচাতে গ্রাম থেকে চলে আসে কলকাতায়। একের পর প্রতিভা প্রদর্শনের পরীক্ষা দিতে দিতে তাঁর সুযোগ পাওয়ার বদলে তাঁকে করতে নেমে আসে অন্ধকার। 

শরীরী কম্প্রোমাইজিংয়ের জালে জড়িয়ে পড়ে। মাত্রাতিরিক্ত যৌন ক্ষুধা নিবৃত্তি করতে করতেও হাল ছাড়ে না সে। সত্য আড়াল করে স্বপ্ন জাগিয়ে সামান্য রোজগার থেকে পরিবারকে টাকা পাঠাতে ভোলে না পদ্ম । যৌন ক্ষুধার নিবৃত্তি সাধনের মধ্যেই তাঁর চলত স্বপ্ন বাঁচানোর লড়াই।

সাহসী দৃশ্যের পাশপাশি পদ্ম’র জীবনযুদ্ধের ছবি অসাধারণভাবে তুলে ধরে ‘পদ্ম’ রূপী টুম্পা নায়েক জয় করে নিয়েছেন আপামর দর্শকদের আবেগ সর্বস্বতা।

অর্জুনের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা এক কথায় অনবদ্য। এই ছবির অন্যতম অভিনেতা যুধাজিত ব্যানার্জী জানান যে প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে উজ্জ্বলতার দাবি রাখে। টান টান উত্তেজনাময় এই ছবির সাফল্যে’ নষ্ট দীঘির পদ্ম’ টীম রীতিমত উচ্ছসিত। আরও সাহস অবলম্বন করছেন তাঁরা।

Advertisements

1 thought on “‘নষ্ট দীঘির পদ্ম’ এর সাকসেস পার্টি

Leave a Reply