নবান্নের বৈঠকে দক্ষিণী স্টার কমল হাসান
HnExpress অর্নব দেবনাথ, কলকাতা : গতকাল এক রাজনৈতিক বৈঠকে এসে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন দক্ষিণি সুপারস্টার তথা রাজনৈতিক দল মক্কাল নিধি মাইয়ম দলের প্রতিষ্ঠাতা কমল হাসান। এদিনের বৈঠকে ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র এবং দমকল মন্ত্রী সুজিত বসু। বৈঠক শেষে অভিনেতা ঘোষণা করলেন, তাঁর দল মক্কাল নিধি মাইয়ম এখন থেকে তৃণমূলের জোটসঙ্গী। আন্দামানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হয়ে ভোটপ্রচার করবেন তিনি।
এদিন চেন্নাই থেকে বিমানে ওঠার আগে সাংবাদিকদের কমল জানান, রাজনৈতিক কারণেই মমতার সঙ্গে তিনি দেখা করতে এসেছিলেন। এরাজ্যে এসেও কার্যত সেকথাই বললেন অভিনেতা। নবান্নে মমতার সঙ্গে দেখা করার পিছনে তাঁর মূল উদ্দেশ্য ছিল আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলকে সমর্থনের বার্তা দেওয়া। অভিনেতা আরও জানালেন যে, আন্দামান আসনটিতে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবে তাঁর দল। এছাড়াও দেশের অন্য প্রান্তেও আসন সমঝোতা হতে পারে বলে গোপন সূত্রের খবর।
আন্দামানে তৃণমূলের প্রার্থী হয়েছেন অয়ন মণ্ডল। আগামী ৬ এপ্রিল দ্বীপরাজ্যে তৃণমূলের হয়ে প্রচারে যাবেন অভিনেতা। কমল হাসানের দল মক্কাল নিধি মাইয়ম এবারই সর্বপ্রথম রাজনীতির লড়াইয়ে শামিল। তামিলনাড়ু এবং পুদুচেরি মিলিয়ে মোট ৪০টি আসনে প্রার্থী দিয়েছে এমএনএম। তবে, কমল হাসান নিজে লড়বেন না। তিনি মন দেবেন প্রার্থীদের প্রচারে। তৃণমূল এর সঙ্গে অ্যালায়েন্স করেছি, জানালেন কমল হাসান। মূলত আন্দামানকে ফোকাস করতেই এই বৈঠক। আমরা (মাক্কাল নিধি মাইয়াম ও তৃণমূল) একটা অ্যালায়েন্স করেছি।
গতকাল নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শেষে অভিনেতা তথা মাক্কাল নিধি মাইয়াম নেতা কমল হাসান সাংবাদিকদের একথাই জানালেন। তিনি আরও জানান যে, আমার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুবই ভালো। এরপর রাজনীতি আর ভোট নিয়ে স্টেপ বাই স্টেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, আমাদের ছোট রিজিওনাল পার্টি। তবে ৬ই মার্চ এই নিয়ে আন্দামানে মিটিং ডেকেছি আমরা। মূলত মমতা জিকে আমন্ত্রণ জানাতেই এসেছিলাম আমি। পাশাপাশি আন্দামান কেন্দ্রের তৃণমূল প্রার্থী অয়ন মণ্ডলের হয়ে প্রচারেও যাবেন বলে জানান কমল হাসান।