নববারাকপুরে তৃণমূলের কালা দিবস পালন
HnExpress অলোক আচার্য, নববারাকপুর : প্রতিবেশি রাজ্য আসামের শিলচরে নাগরিকপঞ্জি প্রকাশ পরবর্তী পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্য-সদস্যাদের শারীরিকভাবে নিগৃহীত হতে হয়েছে, এই অভিযোগে রাজ্যজুড়ে কালা দিবস পালনের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। এনআরসি চালু এবং দলীয় সাংসদ বিধায়কদের হেনস্থার প্রতিবাদে রবিবার বিকেলে স্থানীয় নেতাজী ভবনের সামনে থেকে নববারাকপুর শহর তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে কালা দিবস পালন করা হয়। কালো ব্যাজ পরে এই দলীয় প্রতিবাদী মিছিলে অংশ নেন নববারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুখেন মজুমদার, নববারাকপুর পৌরসভার পৌরপ্রধান তৃপ্তি মজুমদার, উপ-পৌরপ্রধান
মিহির দে, পুর দলনেতা প্রবীর সাহা, জেলা তৃণমাল নেতা হৃশীকেশ রায়, যুব তৃণমূল সভাপতি সুমন দে সহ শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে ছাত্র-যুব-মহিলা কর্মী সমর্থকেরা। কৃষ্টির সামনে প্রতিবাদী পথসভায় বক্তব্য রাখেন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুখেন মজুমদার, প্রবীর সাহা, হৃশীকেশ রায়, সুমন দে সহ প্রমুখ। সুখেন মজুমদার বলেন, “বিজেপি আজ সারাদেশে যে বিভেদের রাজনীতি শুরু করেছে তার প্রায়শ্চিত্ত করতে হবে বিজেপিকে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কখনোই এই বিভেদের রাজনীতিকে প্রশ্রয় দেবেন না। বিশেষ করে নববারাকপুরের মতো নগরীতে বিজেপি যদি বিভেদের রাজনীতি ছড়াতে চায় তার ফল হবে ভয়ঙ্কর। এদিন স্বভাবতই স্বেচ্ছায় হাজার হাজার শহরবাসী এদিনের তৃণমূলের এই উদ্যোগে মিছিলে অংশ নিয়ে মুহুর্মুহু মোদী সরকার ও বিজেপির বিরোধিতায় সরব হন। এই মিছিল থেকে বিজেপি সরকারকে উৎখাতের ডাক দেওয়া হয়। এলাকার প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ মিছিলে পা মেলায়।