নদীয়ার হেড পোস্টঅফিসে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে স্থগিত করা হল আয়ুষ্মান ভারতের কার্ড বিলি
HnExpress সুদীপ ঘোষ, নদীয়া ঃ কিছু সংখ্যক মানুষের ভাবনা বা বক্তব্য যে বিজেপি নাকি একনিষ্ঠ সরকার গড়েছে। যার ফলে অন্য বিরোধী দলের ক্ষোভ জন্মাচ্ছে অনেকের ধারণা। আর তাই বিজেপি সরকার যেসব কর্মসূচি বা প্রকল্প নিয়ে আসে সেই সব প্রকল্পের বিরোধিতা করে নাকি অরাজকতার সৃষ্টি করছে অন্য বিরোধী দলগুলি। তাদের বক্তব্য অনুযায়ী, এ রাজ্যের মুখ্যমন্ত্রীও নাকি কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের উপর তাঁর বিরোধিতার সুর চড়িয়েছেন। আর এবারে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পেরও বিরোধিতা করলেন রাজ্য সরকার।
নিজস্ব চিত্র।
সুত্রের খবর, এদিন তারই প্রভাব এসে পড়ল কৃষ্ণনগর হেড পোস্টঅফিসেও। নদীয়ার হেড পোস্টঅফিসে কেন্দ্রীয় সরকারের নয়া প্রকল্পের বিরোধিতা করতেই তৃণমূল স্থগিত করলো আয়ুষ্মান ভারতের কার্ড বিলি। নদিয়ার তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক গৌরীশঙ্কর দত্তে’র নেতৃত্বে এই আন্দোলন চলে পোস্ট অফিস এর ভিতর। এবং পোস্ট মাস্টার মশাইকে বলা হয় যে, তারা যেন আর এই প্রকল্পের কার্ড পোস্ট অফিসে বিলি না করে।