ধেয়ে আসছে বিদ্ধংসী ফেতাই

0

HnExpress দেব চক্রবর্তী, কলকাতা : অন্ধ্রপ্রদেশের উপকূলের কাঁকিনাড়া ও বিশাখাপত্তনম এর থেকে ৬৯০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে একা ভয়ংকর ঘূর্ণিঝড় ফেতাই। ঘন্টায় ১০০ কিলোমিটার বেগে ধেয়ে আসা এই ঘূর্ণিঝড়ের মোকাবিলা করতে তৎপর হয়েছে অন্ধ্রপ্রদেশ প্রশাসন।

রাজ্য পুলিশও কেন্দ্রীয় বাহিনী যৌথ উদ্যোগে রীতিমত পর্যবেক্ষণ চালাচ্ছে সমস্ত উপকূল জুড়ে। উপকূলবর্তী সমস্ত বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে। মৎসজীবীদের সমুদ্রে যাতায়াতের পাশাপশি যাঁরা ইতিমধ্যে সমুদ্রে আছেন তাঁদের খোঁজে চলছে তল্লাশি।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায় সোমবার বিকেলের মধ্যে এই ঝড় অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়া উপকূলে আছড়ে পড়বে এবং ক্রমশ উড়িষ্যার দিকে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চল তো বটেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আগামী তিনদিন ধরে চলবে প্রবল বর্ষণ ও তীব্র বেগের হাওয়া। আবহাওয়া দপ্তরের নিষেধাজ্ঞায় জানানো হয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী মানুষকে সজাগ থাকতে এবং মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার উপর। এই ভয়ংকর ফেতাই আয়লার থেকেও কম ভয়ংকর নয় বলে জানান এক আবহাওয়াবিদ।

প্রসঙ্গত ঘটনার উপর নজর রাখছে সংশ্লিষ্ট সব রাজ্য।

Leave a Reply

%d bloggers like this: