দুর্গাপুজোকে বিশ্ব মানে নিয়ে যেতে উদ্যোগী রাজ্য

HnExpress সম্রাট গুপ্ত, কলকাতা : শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। বিশ্ব বাংলা শারদোৎসবে এবার কে পাবে সেরার সেরা, সেরার মুকুট উঠবে কোন উদ্যোক্তার মাথায়, অন্য আরও গোটা দশ বিভাগে কে হবেন বিজয়ী— শুরু হয়েছে আলোচনা। আর সরকারিভাবে শুক্রবার সন্ধ্যা থেকে কলকাতার এবং শনিবার থেকে জেলার উদ্যোক্তাদের জন্য আবেদনপত্র বিতরণ শুরু হয়েছে। অংশ নেবেন ভিন রাজ্যের, এমনকি বিদেশের দূর্গাপুজোর আয়োজকরাও।
শুক্রবার সন্ধ্যায় নন্দনে সাংবাদিক সম্মেলন ডেকে এ কথা জানান রাজ্যের তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। ক’বছর ধরে ক্রমেই শারদোৎসবের এই পুরস্কার বিতরণ ও সামগ্রিক প্রক্রিয়ার মান উন্নত হচ্ছে। চার পর্যায়ে চলবে বাছাইপর্ব। মন্ডপে মন্ডপে ঘুরবেন নির্বাচকরা। বাইরের বাছাই কারা, কীভাবে ঘুরবেন? ইন্দ্রনীলবাবু জানান, “বিশ্বায়নের যুগে পৃথিবীটা ছোট হয়ে এসেছে। ভিডিওতে এই কাজটা করে ফেলা হবে।“
সব কিছু মিলিয়ে এই শারদোৎসবকে বিশ্বের অন্যতম সেরা আকর্ষণ হিসাবে একটা পরিচিতি দিতে আগ্রহী রাজ্য। বহু আগ্রহীর নজর রেড রোড কার্নিভ্যালের দিকে। গত বছর এতে বাছাই করা ৫৫টি নামী প্রতিমা ঠাঁই দেওয়া গিয়েছিল। বহু বিদেশি ও প্রবাসী এসেছিলেন সেখানে ঠাকুর এবং সামগ্রিক অনন্যতা দেখতে। এবার সেখানে রাখা হবে ৭৫টি প্রতিমা। গতবারের চেয়ে অনেক বেশি প্রবাসী এবার এ রাজ্যে এবং কলকাতার পুজো দেখতে আসছেন। ইন্দ্রনীলবাবু জানান, এর জন্য মন্ডপে সম্ভব হলে একটা গ্রিন চানেল রাখার আবেদন করা হচ্ছে উদ্যোক্তাদের কাছে। রেড রোড কার্নিভ্যালেও প্রবাসীদের জন্য থাকবে বিশেষ এনক্লোজার।