দুই জেলায় খাদ্য ভবনের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী
HnExpress দেবাশিস রায়, বারাকপুর ও কল্যাণী : উত্তর ২৪ পরগনার বারাকপুরে ও নদীয়ার কল্যাণীতে আজ বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর নবনির্মিত খাদ্য ভবনের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বারাকপুর প্রশাসনিক ভবনের একাংশে নির্মিত খাদ্য ভবনের সূচনা করে জ্যোতিপ্রিয় বাবু বলেন, গত সাত বছরে রাজ্য সরকার সারা রাজ্যে ৪৭ টি নিজস্ব খাদ্যভবন তৈরি করেছে।
২০১৯ সালের মার্চ মাসের মধ্যে আরও ১৪ টি নতুন ভবন গড়ে তোলা হবে। বারাকপুরে আজকের অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তির সঙ্গে উপস্থিত ছিলেন বারাপুরের সাংসদ দীনেশ ত্রিবেদী, বিধায়ক শীলভদ্র দত্ত।
অন্যদিকে কল্যাণীতে খাদ্য ভবনের সূচনা করে মন্ত্রী বলেন, আগামী পয়লা অক্টোবর থেকে কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু করবে রাজ্য সরকার। এজন্য ৪ হাজার ৬৪৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জানা গেছে, নদীয়ার কল্যাণীতে নবনির্মিত খাদ্য ভবন নির্মাণের জন্য খরচ হয়েছে ৬৯ লক্ষ ৮৮ হাজার টাকা।