দুঃস্থদের হাতে নতুন পোশাক তুলে দিল কাঁচরাপাড়ার দুটি স্বেচ্ছাসেবী সংগঠন

0

HnExpress নিজস্ব প্রতিনিধি, কাঁচরাপাড়া : শারদ উৎসবকে পাথেয় করে শৈশব ফিরে এলো যৌবনের দূত হয়ে। হ্যাঁ প্রায় এমনটাই ঘটল মহালয়ার আগের দিনে, কাঁচরাপাড়ায়। এলাকার দু-দুটি সংগঠন ‘লেটস ডু সামথিং’ ও ‘পাশে আছি’ দুঃস্থ মানুষ ও শিশুর হাতে তুলে দিল নতুন পোশাক। আর তা পেয়ে যারপরনাই খুশি আবালবৃদ্ধবনিতা।

রবিবার, ৭ অক্টোবর বিকেলে দুটি পৃথক অনুষ্ঠান করে ‘লেটস ডু সামথিং’ ও ‘পাশে আছি’ সংগঠন। প্রসঙ্গত, দুটি সংগঠনই তারুণ্যে ভরা, সকলেই ছাত্রছাত্রী। কাঁচরাপাড়ার লিচুবাগানে অনুষ্ঠিত হয় ‘লেটস ডু সামথিং’-এর এই কর্মসূচি। শুভ সূচনা করেন হার্নেট হাইস্কুলের প্রাক্তন শিক্ষক শ্রীকুমার ভট্টাচার্য। এছাড়াও হাজির ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তির সংগে প্রতিবন্ধী সমাজসেবী অমিতাভ মিত্র ও অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের(০৩৬৫) রাজ্য শাখার সদস্যরা। এদিন শতাধিক দুঃস্থ মানুষ ও শিশুর হাতে তুলে দেওয়া হয় পুজোর নতুন পোশাক এবং টিফিন।

সংগঠনের পক্ষে মৈনাক দত্ত জানান, এবছর তাঁদের এটা বস্ত্রদানের পন্চম প্রয়াস। এছাড়াও প্রতিবছর আরও দুটো কর্মসূচি নেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। মে মাসে দুঃস্থ মানুষদের জন্য খাদ্যদিবস ও দুঃস্থ পড়ুয়াদের জন্য শিক্ষাদিবস। শিক্ষাদিবসে পড়ুয়াদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।

পাশাপাশি ‘পাশে আছি’ সংগঠনটি নবীন। মাস চারেক আগে কয়েকজন কলেজ পড়ুয়া গড়ে তুলেছিল এটি। নবীন হলেও ইতিমধ্যে তাঁরা একাধিক সমাজকল্যাণমূলক কাজে অংশ নিয়েছে। এদিন তাঁরা দুঃস্থ মানুষ  ও ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেয় নতুন পোশাক। মূল অনুষ্ঠানটি হয় কাঁচরাপাড়ার ৫-এর পল্লি বিদ্যালয়ের কক্ষে। সংগঠনের সদস্য ও কচিকাঁচারা কেক কেটে সূচনা করে এই মনোরম অনুষ্ঠানের। সংগঠনের পক্ষে প্রতিম পাল জানান, এছাড়াও হালিশহর রামপ্রসাদ ভিটে প্রাঙ্গণে সমাজে পিছিয়ে পড়া মানুষদের হাতেও তুলে দেওয়া হয় নতুন পোশাক।

উল্লেখ্য, দুটি অনুষ্ঠানেই বিশেষ অতিথিরূপে হাজির ছিলেন এইচ এন এক্সপ্রেস ডিজিটাল মিডিয়ার কর্ণধার ইন্দ্রাণী সেনগুপ্ত ও বীজপুর প্রেস ক্লাবের সভাপতি দেবাশিস রায়।

Leave a Reply

%d bloggers like this: