দুঃস্থদের বস্ত্রদান হালিশহর-কাঁচরাপাড়ায়

HnExpress দেবাশিস রায়, কাঁচরাপাড়া : দুর্গাপুজোর এখনও ঢের বাকি। তবু তারই মধ্যে বীজপুরের নানা প্রান্তে শুরু হয়ে গেছে দুঃস্থদের বস্ত্রদানের আসর। এমনই দু-দুটো আসর বসেছিল গতকাল ১৭ সেপ্টেম্বর ও আজ ১৮ সেপ্টেম্বর। প্রথমটি হালিশহরে মনসাপুজোয়, অন্যটি কাঁচরাপাড়ায় জাগৃতি সংঘের উদ্যোগে। দুটো শিবিরই পরিচালিত হয় বীজপুরের যুবনেতা সুদীপ্ত দাসের নেতৃত্ব।

প্রসঙ্গত, গতকাল হালিশহরের ১০ নম্বর ওয়ার্ডে মনসাপুজো উপলক্ষে আয়োজিত বস্ত্রদান শিবিরে অন্যান্যদের মধ্যে হাজির ছিলেন প্রাক্তন যুব তৃণমূলের সভাপতি প্রণব লোহ। এছাড়াও সিআইসি সদস্য মৃত্যুন্জয় দাস, জিয়াউল হক, বনানী চক্রবর্তী-সহ পুরসভার একঝাঁক কাউন্সিলর।

আর আজ কাঁচরাপাড়ার ৬ নম্বর ওয়ার্ডে আয়োজিত শিবিরে উপস্থিত ছিলেন পুরসভার উপপ্রধান মাখন সিনহা। এছাড়া এদিন মন্চে হাজির ছিলেন অলোকময় লাহিড়ী, বাণীব্রত মণ্ডল-সহ কয়েকজন কাউন্সিলর। উল্লেখ্য, কাঁচরাপাড়ার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বয়ং বিধায়ক শুভ্রাংশু রায়।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: