December 10, 2024

দাম চড়া হলেও তৃষ্ণা মেটাতে ডাবের জলের জুড়ি মেলা ভার

0
Img 20190518 Wa0028.jpg
Advertisements

HnExpress পল মৈত্র দক্ষিন দিনাজপুর ঃ চলতি মাসে রেকর্ড গরম পড়তেই গ্রীষ্মের তীব্র দাবদাহের সাথে পাল্লা দিয়ে বিক্রি বেড়েছে ডাবের। প্রতিনিয়ত তীব্র গরম বাড়তে থাকায় স্বাভাবিক ভাবেই তার প্রভাব পড়েছে সমাজ জীবনেও। আর তীব্র দাবদাহের ফলে স্বাভাবিক ভাবেই তৃষ্ণার্ত হয়ে পড়ছেন দক্ষিন দিনাজপুর জেলার নানান এলাকার পথচারী থেকে শুরু করে অনেকেই। তাই প্রচন্ড গরমের হাত থেকে রক্ষা পেতে বিভিন্ন রকম পানীয় থাকলেও ডাবের জলের জুড়ি মেলা ভার।

জেলার বিভিন্ন স্থানে দাম চড়া হলেও ডাব কিনতেও দেখা যাচ্ছে অনেককেই। এক একটি ডাব বিক্রি হচ্ছে প্রায় ৩০ টাকা করে। ডাব বিক্রেতা পিন্টু সরকার জানান, গরম পড়তেই ডাবের চাহিদা বেড়ে যায়। এখন সেভাবে আগের মত ডাব পাওয়া যায় না। তাই তাদের অনেকটা বেশি দাম দিয়েই ডাব কিনে আনতে হয়।

যদিও এখন একটি ডাব তারা ৩০ টাকা করে বিক্রি করছে। তবে গরম যত বাড়বে ডাবের চাহিদা ও সেইসাথে পাল্লা দিয়ে দামও বাড়বে বলে জানান বিক্রেতা। তবে বলাই বাহুল্য এই দাবদাহ আর সূর্যের কঠিন তাপ থেকে মুক্তি পেতে রাস্তার ধারে ডাবের জন পান করে যারপরনাই তেষ্টা মেটাচ্ছেন আবালবৃদ্ধবনিতা।

Advertisements

Leave a Reply