দাঙ্গাবাজ বিজেপি সরকারকে দেশ মুক্ত করার ডাক দিলেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো

HnExpress নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ভীমপুর এলাকায় বিজেপির বিভিন্ন দুর্নীতি এবং অপদার্থ মূলক কাজের বিরুদ্ধে সোচ্চার হয়ে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল জনসভার আয়োজন করে। উক্ত জনসভায় উপস্থিত ছিলেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো, সনৎ মাহাত, যুব নেতা সন্দীপ সিং, জেলা পরিষদ সদস্যা অঞ্জনা মাহাত, ব্লক যুব সভাপতি গৌতম বেরা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো বলেন ধীরে ধীরে বিজেপি সরকার এ দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, যেমন জিএসটি’র ফলে ছোট ও ক্ষুদ্র কুটির শিল্পী গুলোর অনেক সমস্যায় পড়তে হচ্ছে, খুব তাড়াতাড়ি আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই দাঙ্গাবাজ বিজেপি সরকারকে দেশ মুক্ত করার ডাক তুলতে হবে।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: