October 11, 2024

জোর করে দলিত ভোটারদের হাতে কালি ও টাকা গুজে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

0
Advertisements

HnExpress ভাস্কর বাগচি, ওয়েবডেক্স নিউজ ঃ দলিত ভোটারদের আঙুলে জোর করে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদশের চান্দোলিতে। আর এই অভিযোগ এনেছে গ্রামবাসী ও সমাজবাদী পার্টি।

উত্তরপ্রদশের চান্দোলির তারা জীবনপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ, তাদেরকে তো ভোট দিতেই দেওয়া হয়েনি, উপরোন্তু আঙুলে জোর করে কালি লাগিয়ে দেওয়া হয়েছে। আর কালি লাগিয়ে দিয়েছে বিজেপি। তাদের আরও অভিযোগ, শনিবার রাতে তাদের গ্রামেরই ৩ জন ৫০০ টাকা করে গুঁজে দেয় তাদের হাতে।

নিজেদের কে বিজেপির সমর্থক বলে পরিচয় দিয়ে তারা বলে তাদের নাকি ভোট হয়ে গিয়েছে। একটি সংবাদ মাধ্যমকে এক গ্রামবাসী জানান, “ওঁরা বিজেপি কর্মী ছিল। আমাদের কে বিজেপিকে ভোট দিতে বলে। বলে আপনারা আর ভোট দিতে পারবেন না। আর কাউকে এই কথা বলবেনও না।”

ওই ঘটনায় চান্দোলির এসডিএম কুমার হর্ষ বললেন, কিছু ভোটার তাদের অভিযোগ নিয়ে থানায় এসেছেন। অভিযোগের ভিত্তিতে যথাযোগ্য ব্যবস্থাও নেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, গ্রামবাসীদের আঙুলে কালি লেগে থাকলেও তাঁরা ভোট দিতে পারবেন। কারণ ভোট যখন শুরু হয়নি তখনই তাদের আঙুলে কালির ছাপ পাওয়া যায়।

ওই ঘটনা সামনে আসতেই সরব সমাজবাদী পার্টি। তাদের অভিযোগ, বলপূর্বক দলিত ভোটারদের আঙুলে কালি লাগিয়ে দেওয়া হয়েছে। তারাও ওই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে বলে সুত্রের খবর।

Advertisements

Leave a Reply