দলবিরোধী কাজের জন্য মুকুল পুত্র শুভ্রাংশুকে দল থেকে ৬ বছরের জন্য বহিষ্কার করল তৃণমূল সুপ্রিমো

HnExpress নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল দল বিরোধী কার্যকলাপের জন্য তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত করা হল মুকুল পুত্র শুভ্রাংশু রায়কে। ৬ বছরের জন্য দল থেকে নির্বাসন দেওয়া হল তাঁকে। ২০১৯ এর লোকসভা নির্বাচনে আশাতীত ফল হয়নি বাংলার মাটিতে তৃণমূলের। আর সেই পর্যালোচনার জন্যই আগামীকাল তৃণমূল সুপ্রিমো বৈঠক ডেকেছেন পরবর্তী পদক্ষেপ কি হবে তা ঠিক করে একটি যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য।

আর তার আগেই অনেক গুলি দলবিরোধী কাজের অভিযোগের ভিত্তিতে মুকুলপুত্রকে নির্বাসিত করা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে শুভ্রাংশু যা কাজ করছেন, বা যা মন্তব্য করছেন তা দলের অস্বস্তি বাড়িয়েছে৷ সাথে দলের ভাবমূর্তিও নষ্ট করছে৷ আর সেকারণেই তাঁকে নির্বাসিত করা হয়েছে বলে সুত্রের খবর।

প্রসঙ্গত, তৃণমূল ছাড়ার জল্পনাকে উসকে শুক্রবার বাবার প্রতি আনুগত্য প্রকাশ করেন বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়। তাঁর কথায়, ‘মাত্র একটা মুকুল রায় গোটা তৃণমূলকে তছনছ করে দিল৷ কাঁচরাপাড়ার ওই কাঁচা ছেলেটাই চাণক্যর বুদ্ধিতে গোটা বাংলাকে চষে বেড়াল৷’ মুকুলপুত্রের এহেন মন্তব্য ভালোভাবে নেয়নি তৃণমূল শীর্ষ নেতৃত্বরা। আর শুভ্রাংশুর সাংবাদিক সম্মেলনের খবর তৃণমূল নেতৃত্বের কাছে পৌঁছানো মাত্রই তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এই নির্বাসনের কথা খোলাখুলি ভাবে জানিয়ে দেন সংবাদমাধ্যমকে। এযেন অনেকটা ওই গিরগিটির মতো রঙ বদলানোর পালা।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: