দমকল বাহিনী দেরিতে আসায় আগুনে পুড়ে মৃত্যু বৃদ্ধার ঃ ক্ষোভ গ্রামবাসীদের

HnExpress নিজস্ব প্রতিনিধি, ক্যানিং ঃ গভীর রাতে নিজের ঘরের মধ্যে আগুনে পুড়ে শেষ হয়ে গেলো এক বৃদ্ধা। গ্রামবাসীরা ওই মহিলাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও শেষেমেষ তীব্র আগুনের কাছে হার মানতে হয় তাদের। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার দিঘীর পাড় অঞ্চলে। স্থানীয় সূত্র থেকে জানা যায়, এসবেস্টরের ছাউনি দেওয়া পাকা ঘরে একাই থাকতেন রেনুকা মন্ডল(৬৫) নামে এক বৃদ্ধা। রেনুকা দেবী বাজারে ফুল বিক্রি করতেন।প্রতিদিনের মতোই আজও ঘরে দরজা আটকে ঘুমাচ্ছিলেন ওই বৃদ্ধা। আর সেটাই হয়ে গেলো তাঁর জীবনের শেষ ঘুম। হঠাৎ গভীর রাতে ওই মহিলার ঘরে আগুন লেগে যায়। বাড়িতে আগুন জ্বলছে দেখে ছুটে আসেন প্রতিবেশীরা। বহু চেষ্টা করেও তাঁরা উদ্ধার করতে পারেননি ওই মহিলাকে। ততক্ষণে খবর যায় দমকল দপ্তরেও। তবে দমকল প্রায় ৪৫ মিনিট দেরিতে আসায় জ্বলন্ত ঘরের মধ্যে থেকে মহিলাকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি, এমনটাই দাবী গ্রামবাসীদের।অন্যদিকে দমকল সূত্রে খবর, ঠিক কি থেকে আগুন লাগতে পারে তা তদন্ত করেই বলা যাবে। তবে দমকলের গাফিলতি নিয়ে ক্ষোভ মারাত্মক গ্রামবাসীদের। খবর পেয়েই ঘটনাস্থলে আসে ক্যানিং থানার পুলিশ। তবে এদিকে দমকলের আধিকারিক জানান, খবর শোনা মাত্রই আমরা ঘটনাস্থলে চলে আসি। পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। মর্মান্তিক এই ঘটনায় গ্রামের মানুষ শোকাহত।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: