দক্ষিণ দিনাজপুর জেলার ব্রিজের মাঝ বরাবর বিশালাকার ফাটল

0

HnExpress পল মৈত্র, দক্ষিন দিনাজপুর : দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি-মহিপাল সড়ক বরাবর ব্রিজে দেখা দিয়েছে বিশালাকার ফাটল। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি বলেই অভিযোগ এলাকাবাসীর। ভয়াবহ ওই ব্রিজের দ্রুত মেরামতির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি-মহিপাল সড়ক বরাবর রয়েছে ওই ব্রিজ। প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ হাজার মানুষ ওই ব্রিজ দিয়েই যাতায়াত করেন। বাস, লরি, ভারী ও ছোট যানবাহন সহ প্রতিনিয়ত প্রচুর মানুষ যাতায়াত করেন। কিছুদিন আগে ওই ব্রিজে ছোট গর্ত দেখা দিয়েছিল। সেই নিয়ে প্রশাসনের কাছে সরব হয়েছিলেন এলাকাবাসী। কিন্তু প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেননি বলে এমনটাই অভিযোগ এলাকাবাসীর। যার ফল স্বরূপ আরও বিশালাকার রূপ ধারণ করেছে ওই ফাটলটি।

কয়েকদিন আগে স্থানীয়দের নজরে পড়ে ব্রিজের উপরে এই ফাটলটি। যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা উপায় না পেয়ে বাধ্য হয়েই আতঙ্কের সঙ্গে ওই ব্রিজ পারাপার করছেন। ভয়াবহ ওই ব্রিজের দ্রুত মেরামতির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এক অটো চালক জানিয়েছেন, “ওই ব্রিজ পার হতে খুব ভয় করছে, সব সময় আতঙ্কে ভুগছি। প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে যে কোন সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।” স্থানীয় এক বাসিন্দা মিনারুল ইসলাম জানান, এর আগেও প্রশাসনকে জানিয়েছিলাম, কিন্তু তাতে কোনও লাভ হয়নি। আমরা এখন এর দ্রুত মেরামতি চাই।”

অন্যদিকে কুশমণ্ডি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কাজল সরকার জানান, আমরা বিষয়টি খতিয়ে দেখে দ্রুত এর সমাধান করব। তবে আপাতত সমস্যা সমাধানের অপেক্ষায় এলাকার বাসিন্দারা।

Leave a Reply

%d bloggers like this: