তৃনমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সমর্থনে হলদিয়াতে চলছে বাড়ি বাড়ি প্রচার
HnExpress নিজস্ব প্রতিনিধি, হলদিয়া : তমলুক লোকসভা কেন্দ্রে হলদিয়া পৌরসভার ১৩ নং ওয়ার্ডে ১৭৯ নং বুথে চলছে তৃনমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সমর্থনে বাড়ি বাড়ি প্রচার। এই প্রচার অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সুপ্রিয়া মাইতি, হলদিয়া শহর তৃনমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি অর্নব দেবনাথ ও স্থানীয় নেতৃত্ববৃন্দ। প্রবল রোদের তাপকে উপেক্ষা করেও চলছে বাড়ি বাড়ি প্রচার।
স্থানীয় কাউন্সিলর সুপ্রিয়া মাইতি উন্নয়নের কথা বলে মানুষকে বুঝিয়ে ভোট চাইছেন দুয়ারে দুয়ারে। যুবনেতা অর্নব দেবনাথ বলেন জনসংযোগই আমাদের মূল হাতিয়ার। এবং আমরা বাড়ি বাড়ি প্রচার করে আমাদের দলের প্রতি মানুষের যা ভরসা দেখছি আমাদের দলের প্রিয় প্রার্থী দিব্যেন্দু অধিকারীই পুনরায় বিপুল ভোটে নির্বাচিত হবেন। আমরা সবার কাছে অনুরোধ করছি ১২ ই মে সকাল সকাল বুথে গিয়ে নিজের ভোট নিজে গিয়ে জোড়া ফুলে দেওয়ার জন্য।