তৃনমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সমর্থনে সভা

HnExpress নিজস্ব প্রতিনিধি, হলদিয়া : গতকাল আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ১৬ নং ওয়ার্ডে ১৯৬ নং বুথে তৃনমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সমর্থনে পাড়ায় চলল কর্মী সভা। এই সভায় বক্তব্য রাখেন হলদিয়া শহর তৃনমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি অর্নব দেবনাথ, শ্রমিক নেতা শঙ্কর প্রসাদ জানা, ১৬ নং ওয়ার্ডের উন্নয়ন কমিটির সম্পাদক তথা ১৬ নং ওয়ার্ড তৃনমূল যুব কংগ্রেসে সভাপতি গৌতম সাউ, ১৯৬ নং বুথের সভাপতি শ্রীকৃষ্ন পন্ডা, ১৯৬ নং বুথের নির্বাচন কমিটির সদস্য দিলিপ দেবনাথ, পুলক দেবনাথ, অসীম দেবনাথ ,অসীত নাথ, সুকেশ ব্রম্ভ ও অনান্য নেতৃত্ববৃন্দ।
যুবনেতা অর্নব দেবনাথ সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন, আর সেই নিরিখে জনগণের কাছে ভোট চাওয়ার আহ্বান জানান। আরও বলেন, দুর্ণীতি মুক্ত ভারতবর্ষ গড়তে হলে, প্রগতিশীল কেন্দ্রীয় সরকার গড়তে হলে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এর হাত শক্ত করতে হলে আসন্ন লোকসভা নির্বাচনে আগামী ১২ই মে তমলুক লোকসভা কেন্দ্রে তৃনমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারীকেই জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে পুনরায় বিপুল ভোটে জয়ী করে আনতে হবে।