মধ্যমগ্রামে তৃনমূলের পক্ষ থেকে রক্তদান ও কৃতী পড়ুয়াদের প্রেরণা প্রদান

HnExpress অলোক আচার্য মধ্যমগ্রাম : রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় জেলা জুড়ে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে মানুষের পাশে থেকে বিভিন্ন কর্মসূচি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ তারই অঙ্গ হিসাবে মধ্যমগ্রাম ২৩ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বীরেশপল্লী বিদ্যাসাগর বিদ্যাপীঠের সামনে মঞ্চে ওয়ার্ডের কৃতী পড়ুয়াদের উৎসাহ প্রদানে প্রেরণা পুরষ্কার প্রদান করা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ৪৬ জন কৃতীদের হাতে পুরষ্কার তুলে দেন সাংসদ ড. কাকলি ঘোষ দস্তিদার, বিধায়ক রথীন ঘোষ, তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ব্যানার্জি প্রমুখ। এদিন শনিবার ১৮০ জন রক্তদাতা রক্তদান করেন। সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী সাগ্নিক সেন, মিস জয়ীতা ও আখতার। ২৩নং ওয়ার্ডের পৌরপিতা প্রকাশ রাহা জানান জন্মাষ্টমী উপলক্ষে এলাকায় থাকছে বিভিন্ন মেলা ও প্রদর্শনী। অন্যদিকে মাইকেল নগর নেতাজি সংঘের উদ্যোগে রবিবার সকালে নিজস্ব মঞ্চে অনুষ্ঠিত হল ১৬ তম বর্ষের রক্তদান শিবির। উপস্হিত ছিলেন বিধায়ক ও পুরপ্রধান রথীন ঘোষ, ফুটবলার ভাস্কর গাঙ্গুলি, মিহির বোস, প্রলয় ঘোষ  প্রমুখ। শিবিরে ৭১জন রক্তদাতা রক্তদান করেন। পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় ব্লাড ব্যাঙ্ক এর পক্ষ থেকে রক্ত সংগ্রহ করেন।

 

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: