January 14, 2025

তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত নির্দল কাউন্সিলর ধৃত

1
Advertisements

HnExpress দেবাশিস রায়, হালিশহর : হাজিনগরের তৃণমূল কর্মী রাজু বাল্মীকিকে খুনের ঘটনায় অবশেষে ধরা পড়লেন নির্দল কাউন্সিলর তারক চৌধুরী। তিনি হালিশহর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের নির্দল প্রতিনিধি। বেশ কিছুদিন আগে প্রকাশ্য দিবালোকে খুন হন রাজু। ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পথে বাড়ির সামনেই খুন করা হয় রাজুকে।

স্থানীয় একটি মোটর সাইকেলের দোকানের সিসিটিভি-তে ধরা পড়ে সেই ছবিও। পুলিশ তদন্তে নেমে একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করে। কিন্তু মূল অভিযুক্ত তারকের কোনও খোঁজ মিলছিল না। শেষমেশ ২৯ সেপ্টেম্বর উত্তর প্রদেশ থেকে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

প্রসঙ্গত, আরও কয়েকমাস আগে খুন হওয়া রাজু ও তার দলবলের হাতে আক্রান্ত হয়েছিলেন তারক। এলাকার মানুষ ও পুলিশের অনুমান, সেই ঘটনার বদলা নিতেই এই খুন।

এদিকে তারককে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বলে কোনও কোনও সংবাদমাধ্যম প্রচার করেছে। তার বিরুদ্ধাচারণ করে খোদ হালিশহর পুরসভার প্রধান তথা হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি বলেন, তারক তৃণমূল নয়, নির্দল কাউন্সিলর। তিনি আরও বলেন, গত পুরসভার ভোটে ১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন জয়দেব পুরি। তাঁকে হারিয়েই তারক জিতেছিল।

যদিও তারক পরবর্তী সময়ে তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করে আবেদন করেছিল। কিন্তু তা খাতা-কলমে কিছু হয়নি। স্বভাবতই সে নির্দল কাউন্সিলরই। একথার সত্যতা স্বীকার করেন হালিশহর টাউন যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রণব লোহও।

Advertisements

1 thought on “তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত নির্দল কাউন্সিলর ধৃত

Leave a Reply