তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত
HnExpress পল মৈত্র, দক্ষিন দিনাজপুর ঃ শাসক দল তৃণমূল কংগ্রেস দলে যোগদান অব্যাহত, গতকাল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুর এলাকার কয়েক’শ আদিবাসী সম্প্রদায়ের মানুষ বিজেপি ও সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সদ্য তৃণমূলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি বিপ্লব মিত্র।
এদিন সুকদেবপুর এলাকার তৃণমূল কর্মী রবি মুর্মুর নেতৃত্বে ১২১টি পরিবার তৃণমূলে যোগদান করেন। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিল গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কালিপদ সরকার, গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র -সহ অন্যান্য বিশিষ্টজন।
এবিষয়ে জেলা সভাপতি বিপ্লব মিত্র বলেন, “গত পঞ্চায়েত নির্বাচনের আগে সুকদেবপুর এলাকার আদিবাসী নেতা রবি মুর্মু তৃণমূল ছেড়ে নির্দলে দাঁড়িয়েছিল।
এবং ওই এলাকার লোকজন সব রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। আর সেই কারণেই লোকসভা নির্বাচনের আগে জেলায় আদিবাসী সমাজকে কাছে পেতে সুকদেবপুর এলাকার তৃণমূল কর্মী রবি মুর্মুর নেতৃত্বে কয়েক’শ বিজেপি ও সিপিআইএম সমর্থক তৃণমূল দলে যোগদান করেন।”