নিউব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাখী বন্ধন উৎসব

HnExpress অলোক আচার্য, নিউব্যারাকপুর : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশিত পথে পৌরএলাকার বিভিন্ন ব্লক ও টাউনে রাখী বন্ধন উৎসব পালনের যে নির্দেশ দিয়েছিল, তারই অঙ্গ হিসেবে নিউব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেস ও যুব কংগ্রেসের উদ্যোগে রবিবার সকালে স্টেশন সংলগ্ন মায়া রেডিওর সামনে পালিত হল রাখী বন্ধন উৎসব। সৌহার্দ্য, সম্প্রীতির মিলন উৎসব নিউব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের মহিলা জনপ্রতিনিধি কর্মীরা ভাইদের হাতে রাখী পড়িয়ে সম্প্রীতির বন্ধনকে অটুট রাখেন। মঞ্চে উপস্থিত নিউব্যারাকপুর পৌরসভার চেয়ারপার্সন তৃপ্তি মজুমদার উপপৌরপ্রধান মিহির দে -র হাতে রাখী বেঁধে দেন। স্থানীয় পৌরমাতা লিপিকা দাস তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুমন দে -র হাতে রাখী পড়িয়ে সৌহার্দ্য বজায় রাখেন। প্রভাতী অনুষ্ঠানে একটি সুন্দর পরিবেশ দেখতে পাওয়া যায়। রাস্তায় পথচলতি মানুষের হাতে তৃণমূল কর্মীরা রাখী পড়িয়ে মিষ্টি মুখ করান। মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – নিউব্যারাকপুর পৌরসভার পুরদলনেতা প্রবীর সাহা, তৃণমূল নেতা হৃষিকেশ রায় সহ বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিগণ ও এলাকার ছাত্র, যুব ও মহিলা কর্মীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেস এর সভাপতি সুখেন মজুমদার। তিনি বললেন যে, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিবছরের ন্যায় এবছরও সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বন্ধনে রাখী উৎসব পালিত হল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ১৯০৫ সালের বঙ্গভঙ্গ আন্দোলনের সময় সম্প্রীতির বন্ধন রূপে রাখী বন্ধন শুরু করেছিলেন। এলাকার প্রচুর মানুষ এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। এলাকার উন্নয়নে সকলকে বেশি করে সামিল হতে বললেন। এছাড়াও বক্তব্য রাখেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুমন দে, চেয়ারপার্সন তৃপ্তি মজুমদার, উপপৌরপ্রধান মিহির দে, পৌরমাতা নির্মিকা বাগচী, তৃণমূল মহিলা কর্মী ইতু দত্ত প্রমুখ।
অন্যদিকে নিউব্যারাকপুর পৌরসভার উদ্যোগে রাখী বন্ধনের মাধ্যমে সম্প্রীতি-সংহতির সেতু বন্ধনে সংস্কৃতি দিবস পালিত হয় পৌরসভা প্রাঙ্গণে। পৌরপ্রধান তৃপ্তি মজুমদার ও অন্যান্য মহিলা কাউন্সিলরগণ পৌরসভার সদস্যদের হাতে রাখী বেঁধে দিনটিকে যথাযথ ভাবে উদযাপন করেন।