তৃণমুল দলে গদ্দারের সংখ্যা বাড়ছে! তাতেই কি ধরাশায়ী হতে চলেছে দলের ভবিষ্যৎ? উঠছে এমন হাজারো প্রশ্ন
HnExpress বরুন মজুমদার, ওয়েবডেক্স নিউজ : তৃণমূল দলে গদ্দারের সংখ্যা বাড়ন্ত! তাতেই কি ধরাশায়ী হতে চলেছে দলের ভবিষ্যৎ, উঠছে প্রশ্ন? লোকসভা ভোটের প্রচারের সময় দলের পর্যবেক্ষকরা কি উন্নয়ন বাহিনীর উপরেই বেশি ভরসা করেছিলেন নাকি ক্লাবগুলির উপরে? লক্ষ লক্ষ টাকা ক্লাবগুলিকে দেওয়া হল অথচ ভোটের ময়দানে তাদের দাপাদাপি দেখা গেলনা! এতেই কি আশ্চর্য হলেন দলের পর্যবেক্ষকরা। আসলে রাজ্য পুলিশ থাকলে ক্লাবের মস্তান বাহিনী কি দাপিয়ে বেড়াতে পারে? কোথায় গেল তারা?
এবারের লোকসভা নির্বাচনে কি তারা চুড়ি পরে ছিল নাকি বিবেক দুবে তাদের হাতে চুড়ি পড়িয়ে দিয়েছিলেন? পঞ্চায়েত ও পৌরভোটে মস্তান বাহিনীর দৌড়াত্ব বাংলার মানুষ দেখেছে। কি না নৃশংস ভাবে গনতন্ত্রকে ধর্ষন করেছে উন্নয়ন বাহিনী। এবার কিন্তু তাদের ভোটের ময়দানে দেখা যায়নি সেভাবে। কিন্তু কেন? ২৩শে মে ভোটের ফলাফল প্রকাশের পরে কি মস্তান বাহিনী আবার জেগে উঠবে তা নিয়েও জল্পনা চলছে বিভিন্ন ঠেকে, একটু কান পাতলেই তা শোনা যাবে। সুত্র, এখনো ভোটের সমীক্ষার অপেক্ষায় রয়েছে এই সমস্ত উন্নয়ন বাহিনী।
রাজ্যের উন্নয়নে খামতি রাখেননি দিদি, কিন্তু কেন ভোটাররা মুখ ফিরিয়ে নিতে পারে তা বিশ্লেষণের সময় এসে গেছে কি? সিন্ডকেটরাজ দুর্নীতি কি উন্নয়নকে ছাপিয়ে গিয়েছিল? কেনই বা দলের কর্তারা সেই দিকে নজর দেয়নি? তার কি বিশ্লেষণ হবেনা দলে? পুরাতন কর্মীদের দূরে ঠেলে দেওয়া হয়েছে বলে অনেকেরই অভিযোগ । সিপিআইএম ও কংগ্রেসের দল ছুটদের ভীড়ে হারিয়ে গিয়েছে নাকি পুরাতন কর্মীরা। আর তাই তাদের মর্যাদা না দেওয়ার ফলেই কি দলের এই হাল হতে চলেছে? উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ জেলায় দল ছুটরা শাসকদলে নাম লিখিয়েছেন। তাতেই পুরাতন কর্মীরা নেতৃত্ব থেকে বাদ পড়েছেন, ক্ষোভের জন্ম কি এখান থেকেই শুরু? উঠছে এমন হাজারো প্রশ্ন।
রাজ্যের শাসক দল যেভাবে অগণতান্ত্রিক ভাবে কংগ্রেস ও বাম দলের নির্বাচিত বিধায়কদের দলে ঠাঁই দিয়েছেন সাধারন মানুষ তা মেনে নেয়নি বলেই কি দলের হাল আজকে এমন জায়গায়? শাসক বিরোধী ভোটাররা কি এবার গেরুয়া শিবিরের দিকেই ঝুঁকে পড়েছেন? লোকসভার ফলাফলের পরে কি আগাছা ছাটাইয়ের কাজে নামবে রাজ্যের শাসক দল? সেই দিকেই তাকিয়ে এখন গোটা রাজ্যবাসী। দলে থেকে যারা অন্য দলের সাথে যোগসূত্র রেখে চলেছেন তাদের কি আদৌও ছাটাই করবেন নেতৃত্ব? তা নিয়েও উঠছে প্রশ্ন।